Satkahon Preview | উত্তম মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ‘কেবল খেলা’

Satkahon Preview

Satkahon Preview | উত্তম মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে ‘কেবল খেলা’

করোনা মহামারীর পর থেকেই মঞ্চ অনুষ্ঠান মানুষ প্রায় ভুলতে বসেছিল।

সঙ্গীতপ্রেমী মানুষরা কিন্তু গান বাজনা নিয়ে সচেতন ছিলেন চিরকালই। মঞ্চের জায়গায় তাই ডিজিটাল অনুষ্ঠান গুরুত্ব পেয়েছিল অনেকটা।

এখন আবার সেই দুঃসময় কাটিয়ে শিল্পীর সাথে সাথে দর্শক শ্রোতারা ফিরছেন মঞ্চে।

আগামী ৫ই মার্চ রবিবার উত্তম মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এক সাংস্কৃতিক সন্ধ্যা।

সাতকাহনের পাঠকদের জানাব সেই অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ ও টিকিট সংগ্রহের যাবতীয় তথ্য।

‘কেবল খেলা’ শীর্ষক এই অনুষ্ঠান সম্পাদিত হবে দুটি পর্যায়।

প্রথম পর্যায়ের নামকরণ করা হয়েছে ভাবে অনুভবে ‘রবীন্দ্রনাথ’।

‘খেলা’ শব্দটি কবিগুরু তাঁর গানে কতবার কত ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করেছেন সেই বিসয়েই ভাষ্য রচনা করেছেন সুমন্ত্র সান্যাল।

সেই ভাষ্যের সাথে সঙ্গীত পরিবেশন করবেন রবীন্দ্র সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয়, স্বনামধন্যা রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীমতী শ্রাবনী সেন।

তাঁর সাথেই সঙ্গীত পরিবেশন করবেন নবীন সঙ্গীতশিল্পী পৌলমী মজুমদার।

ভাষ্য পাঠ করবেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী শ্রীমতি রায়া ভট্টাচার্য।

শুধু তাই নয়, একই মঞ্চে এই পর্বের অনুষ্ঠানের সাথে নৃত্য পরিবেশন করবেন বিশিষ্ট নৃত্য শিল্পী মধুবনী চট্টোপাধ্যায়।

Satkahon Preview

আসছি দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে।

দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে এক অভিনব ভাবনায়।

 তৎকালীন জনপ্রিয় একটি টিভি চ্যানেল ‘তারা মিউজিক’।

তারা মিউজিকের একটি বিখ্যাত প্রাতঃকালীন অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রণে’।

‘আজ সন্ধ্যের আমন্ত্রণে’ নামকরণে সেই অনুষ্ঠানকেই মঞ্চে ফিরিয়ে আনতে চলেছেন সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয়, বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রী প্রবুদ্ধ রাহা।

রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলেও স্বর্ণযুগের বাংলা আধুনিক গান থাকবে তাঁর পরিবেশনায়।

তাঁর সঙ্গে ভাষ্য পাঠ ও আলোচনায় থাকবেন আপনাদের সকলের পরিচিত, জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা মজুমদার।

দুটি পর্যায়ে এই ‘কেবল খেলা’ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছেন জাফর ইমাম।

অভিনব এই অনুষ্ঠানের জন্য এখনই সংগ্রহ করে ফেলুন আপনার টিকিট।

 COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *