ডোমজুড় বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব ২০২৩ | Satkahon

ডোমজুড় বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব ২০২৩ | Satkahon

সায়ন দে

মহা সমারোহে চলছে সপ্তদশ ডোমজুড় বইমেলা ও লোকসংস্কৃতি উৎসব ২০২৩।

হাওড়া জেলায় বইমেলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

গত বছর ডিসেম্বর মাস থেকে আমতা বইমেলা দিয়ে মরসুম শুরু হয়েছে।

এরপর উলুবেড়িয়া পুরসভার সামনে আয়োজিত হয়েছিল হাওড়া জেলা বইমেলা।

শহর হাওড়ায় আলাদা করে বইমেলা আয়োজিত হয়েছিল শরৎ সদন প্রাঙ্গনে, যা গত ৩১ জানুয়ারি শেষ হয়েছে।

ডোমজুড় থানার বুকে দীর্ঘ ১৭ বছর ধরে চলে আসছে সম্প্রীতি নামক সংগঠনের উদ্যোগে ডোমজুড় বইমেলা।

ডোমজুড় বইমেলা
উদ্বোধনে ও বইপ্রকাশে ডঃ পবিত্র সরকার ও পি সি সরকার জুনিয়র

গত ২৮ জানুয়ারি সেই বইমেলা সঙ্গে লোকসংস্কৃতি উৎসব নিয়ে শুরু হয়েছে ডোমজুড় শহরের প্রাচ্য ভারতী স্টেডিয়ামে।

চলবে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

এবারের বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট জাদুকর পি সি সরকার জুনিয়র।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় ড. পবিত্র সরকার মহাশয়।

সমগ্র মেলা প্রাঙ্গন জুড়ে বহু নামিদামী প্রকাশনী, পত্র পত্রিকার স্টল বসেছে।

JOIN SATKAHON WHATSAPP COMMUNITY

CLICK: SATKAHON WHATSAPP

ডোমজুড় বইমেলা
সমগ্র মেলা প্রাঙ্গন জুড়ে বহু নামিদামী প্রকাশনী, পত্র পত্রিকার স্টল বসেছে

সেইসঙ্গে সাধারণ মেলার বিকিকিনি ও চলছে।

ছোটদের মনরঞ্জনের জন্য রয়েছে নাগরদোলাও।

এবছর বইমেলার বিশেষ বিষয় ভাবনা ছিল – হাওড়া জেলার গ্রামীণ সংস্কৃতি।

এই উপলক্ষে জেলার অন্যতম কিংবদন্তী গবেষক তারাপদ সাঁতরা মহাশয়ের স্মৃতিতে আয়োজিত হয়েছিল স্মারক বক্তৃতা ও আলোচনা সভার গত ১ ফেব্রুয়ারি।

ডোমজুড় বইমেলা
হাওড়া জেলার গ্রামীণ সংস্কৃতি নিয়ে আলোচনাচক্র
তারাপদ সাঁতরা স্মৃতি বক্তৃতা প্রদান অনুষ্ঠান

আলোচক হিসাবে ছিলেন বিশিষ্ট হাওড়া গবেষক তপন কুমার সেন, লেখক সন্দীপ বাগ ও গ্রাম সমীক্ষক পবিত্র পাঁজা মহাশয়।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিশিষ্ট পুঁথি গবেষক মাননীয়  ড.শ্যামল বেরা মহাশয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার একাধিক ইতিহাস ও লোকসংস্কৃতি চর্চাকারীরা।

ডোমজুড় বইমেলা
হাওড়া জেলার ইতিহাস চর্চাকারীদের সঙ্গে বইমেলার সম্পাদক মাননীয় বাপী ঠাকুর মহাশয়

আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত রোজই ছোটদের নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্যদিয়ে জমজমাট থাকছে মেলা প্রাঙ্গন।

অনুষ্ঠান দেখার পাশাপাশি উৎসাহী পাঠকরা বইপত্রও কিনছেন।

মেলা নিয়ে আশাবাদী মেলার সম্পাদক বাপী ঠাকুর মহাশয়।

COPYRIGHT © SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *