Tor Thikanai | Pallab Music | Shovan ganguly – Satkahon Review

Tor Thikanai | Pallab Music

আনন্দে-হাসি-কান্নায়-প্রেমে-বিষাদে-বিরহে আমাদের একটাই সাথী, আর তা হল গান।

সঙ্গীতশিল্পী, গীতিকার কিংবা সুরকার নয় এই উক্তি একজন শ্রোতার, একজন দর্শকের।

একথা প্রত্যেক বাঙালীর। তাই বাঙালীর ঘরে ঘরে শিল্পী আর শিল্প।

তেমনই এক শিল্পী মানুষ পল্লব মণ্ডল।

তাঁর কথায় ও সুরে সারেগামাপা খ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলির কণ্ঠে মুক্তি পেয়েছে বাংলা মৌলিক গান ‘তোর ঠিকানায়’

আসুন শুনে নেওয়া যাক গানটি।

TOR THIKANAI

পেশাগত ভাবে বাংলা সঙ্গীতজগতে নতুন সদস্য পল্লব। কিন্তু তাঁর শিল্পী জীবনের শুরু বিশ্ববিদ্যালয় থেকেই।

কলেজে পড়াকালীন প্রায় ৭০ টির ও বেশী গান লিখেছিলেন শখে। স্বপ্ন ছিল একদিন তাঁর লেখা গান গাইবেন সঙ্গীত জগতের নামী শিল্পীরা।

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK
@SATKAHONNEWS/

পল্লব বললেন, “ছোটবেলা থেকে প্রত্যেক মানুষের যেমন স্বপ্ন থাকে আমারও ছিল। একের পর এক গান লিখতাম আর ভাবতাম আমার গান একদিন কুমার শানু, অমিতকুমার, শ্রেয়া ঘোষাল গাইবেন।

তারপর কলেজ জীবন শেষ আর পারিবারিক ব্যবসায় যোগদান। স্বাভাবিক ভাবেই গান লেখার ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু এটাই আমার পাওয়া যে ২০ বছর পড়ে হলেও যে গান আমি সেদিন কুমার শানুর জন্যে লিখেছিলাম সেই গান শানুদা গেয়েছে।“

২০২০ সালে পল্লবের লেখায় স্বনামধন্য শিল্পী নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে আটলান্টিস মিউসিক থেকে মুক্তি পায় বাংলা গান “ভালোবাসা আজও বেঁচে আছে”

এরপর আর স্বপ্নকে হারাতে দেননি পল্লব। তাঁর নিজস্ব ইউ টিউব চ্যানেল Pallab Music থেকে গত এক বছরে মুক্তি পেয়েছে তাঁরই সুরে ও কথায় ১৭ টির বেশী গান।

গেয়েছেন রুপঙ্কর, রাঘব চট্টোপাধ্যায়, দুর্নিবার সাহা, রাহুল দত্ত ও আরও গুণী ও জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।

শোভন গাঙ্গুলির গাওয়া ‘তোর ঠিকানায়’ গানটির সঙ্গীত আয়োজন করেছেন পার্থ চক্রবর্তী।

মিক্সিং ও মাস্টারিং করেছেন রুপোজ্বল মজুমদার। গানের চিত্রগ্রহণ করেছেন বিজয় দে ও চিত্র নির্দেশনা করেছেন তন্ময় দাস।

অভিনয় করেছেন বিবেক মিশ্র ও রিয়া দাস। ব্যাবস্থাপনায় ছিলেন টিঙ্কু দলাই।

সাতকাহনের তরফ থেকে Pallab Music এর জন্যে রইল আগামী দিনের শুভেচ্ছা।

COPYRIGHT © 2021 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *