The Last Booking – ভুত-ভয়-আতঙ্ক | পরিচালনায় রাহুল মুখার্জী – Satkahon
The Last Booking – ভুত-ভয়-আতঙ্ক
ভূতে বিশ্বাস করেন??
ভুতের সিনেমা বিষয়টাই এমন যে, যতই সাহসী কিংবা দুর্বল হন না কেন, চোখ বন্ধ করে হলেও বাঙালী ভুতের সিনেমা দেখবেনই।
করোনা মহামারীর প্রকোপে যখন সমস্ত থিয়েটর, সিনেমা হল বন্ধ, তখন ইউটিউব এবং বিভিন্ন OTT প্ল্যাটফর্ম গুলি ভরসা হয়ে দাঁড়িয়েছে সিনেমাপ্রেমীদের।
ঠিক তেমনই রাহুল মুখার্জী পরিচালনায় মুক্তি পেয়েছে ভৌতিক কাহিনী নিয়ে স্বল্প দৈর্ঘ্যের ছবি “The Last Booking”
আসা যাক ছবির গল্পে….
বাঙালী মানেই তো দীঘা-পুরী-দার্জিলিং। বাঙালী ভ্রমন পিপাসু তা আমরা সবাই জানি।
কিন্তু ধরুন বেড়াতে গিয়ে হোটেলের যে ঘরে আপনি রাত্রিযাপন করছেন আপনার অজ্ঞাতেই সেই ঘরে ঘটে গেছে কোন মর্মান্তিক হত্যাকাণ্ড!
কোন অতৃপ্ত আত্মার ছায়া আপনার সাথেই আপনার পাশেই ঘুরে বেড়াচ্ছে সর্বক্ষণ!
ষষ্ঠ অনুভুতি আপনার বেড়াতে যাওয়ার আনন্দে বাধা দিচ্ছে, আপনি বুঝতে পারছেন কিছু তো আছে! কিছু তো আছে যা স্বাভাবিক নয়…!
এই গল্পের কাহিনীও কিন্তু ঠিক তেমন একটি ঘটনা নিয়ে… তবে বেড়াতে যাওয়া নয়। অফিস যাতায়াতের সুবিধার জন্যে অফিসের কাছাকাছি বাড়ি নেয় একটি ছেলে।
বন্ধু পার্থ তাকে বলে, তার একটু দেখে শুনে বাড়ি নেওয়া উচিত ছিল। চোর ডাকাতের সমস্যা ছাড়াও অপদেবতার উপস্থিতি থাকার আভাস ও দেয় পার্থ।
কিন্তু বন্ধুটি সেসব কথা হেসে উড়িয়ে দেয়। ধীরে ধীরে সে অনুভব করতে থাকে সেই ঘরে তার সাথেও কেউ আছে..
তারপর?
আসুন দেখে নিই ….
রোমহর্ষক কাহিনীটির চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন রাহুল মুখার্জী।
ছবিতে অভিনয় করেছেন, রাহুল, সঞ্চিতা, বিকাশ দাস, রুবি মাইতি।
অরীঅন ফিল্ম প্রোডাকশনের নিবেদনে ছবির প্রযোজনা করেছেন রাত্রিস এন্টারটেইনমেন্ট প্রোডাকশন।
ছবিটি মুক্তি পেয়েছে রাত্রিস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে।