SUDESHNA BEACON OF HOPE | MAHUYA – SATKAHON

SUDESHNA BEACON OF HOPE

SUDESHNA BEACON OF HOPE | MAHUYA

প্রতি বছরের মত এই বছরও SUDESHNA BEACON OF HOPE এর আয়োজনে অনুষ্ঠিত হল ডিজিটাল কনসার্ট।

ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য গত ৪ এবং ১১ ডিসেম্বর এই উদ্যোগ নেন SUDESHNA BEACON OF HOPE

SBOH এর কর্ণধার শুভাশিস ঘোষের নেতৃত্বে প্রতি বছরই এই কনসার্ট আয়োজন করা হয়ে থাকে।

 অনুষ্ঠান থেকে প্রাপ্ত আর্থিক অনুদান তুলে দেওয়া হয় সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইন্সিটিউটকে। [Saroj Gupta Cancer Center & Research Institute (SGCCRI)]

এই বছর ইতিমধ্যেই ১০ লক্ষ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে তাঁদের হাতে।

এই উদ্যোগেই অংশীদার হয়েছেন সঙ্গীতশিল্পী মহুয়া ব্যানার্জী।

আয়োজিত ডিজিটাল কনসার্টে তিনি দুটি গান পরিবেশন করেন।

তার মধ্যেই অন্যতম একটি গান ‘Gore Gore With Shono Shono Mashup’ মুক্তি পেয়েছে তাঁর ইউ টিউব চ্যানেল Mahuya Banerjee Official থেকে।

আসুন শুনে নিই সেই গানটি…

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK

@SATKAHONNEWS/

বরেণ্য সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর এঁর গাওয়া হিন্দি গান ‘Gore Gore o Banke Chhore’  এবং

বিখ্যাত সঙ্গীতশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে জনপ্রিয় বাংলা গান ‘শোনো শোনো কথাটি শোনো’ এই গান দুটিকে এক সুত্রে গেঁথেছেন মহুয়া।

মূলত নতুন প্রজন্মের কাছে নতুন ভাবে এই গানের পুনর্নির্মান করেছেন তিনি।

বললেন, “ এইরকম একটি মহৎ কাজের অংশীদার হয়ে খুবই ভালো লাগছে। SUDESHNA BEACON OF HOPE এভাবেই এগিয়ে চলুক। এই কাজে আমরা সব সময় পাশে আছি।“

নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন তাপস দত্ত মার্কো।

গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন আলাপ সরদার।

মহুয়াকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন রাজশ্রী।

গানের দৃশ্যায়ন ও সম্পাদনা করেছেন নীলার্ঘ্য ব্যানার্জী।

গানটি ইতিমধ্যেই শ্রোতা দর্শকদের মন ছুঁয়েছে।

COPYRIGHT © SATKAHON

বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

Satkahon

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *