Short Film | চোর.COM | বদলে দিতে পারে আপনার চিন্তাভাবনা – Satkahon

চোর.COM
চোর.COM

Short Film | চোর.COM

কোনো মানুষই চোর হওয়ার স্বপ্ন নিয়ে বড় হয়না। পরিস্থিতি, পরিবেশ তথা সামাজিক আচার-আচরণ তাকে বাধ্য করে চৌর্যবৃত্তি অবলম্বন করতে।

ভোটের আগে করজোড়ে নিবেদিত  প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক নেতা ভোটে জিতে যাওয়ার পরে সমস্ত প্রতিশ্রুতি ভুলে ঠান্ডাঘরে মিলিয়ে যায়।

জনগণের স্বার্থে নিজেকে উৎসর্গ করার মানসিকতা বদলে যায় নিজস্বার্থ এবং চাহিদা সম্পন্ন করতে। পড়ে থাকে সেই বস্তাপচা জীর্ণ নিয়ম।

সামাজিক সমস্যার কোনো সমাধান হয়না। নতুন আলোর সন্ধানে পথ চলতে গিয়ে সেই চৌর্যবৃত্তি প্রধান সহায় হয়ে ওঠে।

পরিচালক সাত্যকি ভট্টাচার্য্যের নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি “চোর.com” সেই প্রেক্ষাপট নিয়েই তৈরি হয়েছে।

চোর.COM

ছবিতে দেখানো হয়েছে শহরের নিকষ কালো আঁধার পেরিয়ে শান্ত স্নিগ্ধ ভোরের আগমন ঘটে এবং সেই ভোরের আলো ফোটার সাথে আগমনী গান জানান দেয় উমা আসছে।

চতুর্দিক এক আশার আলোয় ভরে ওঠে, নতুন ছন্দ, নতুন আনন্দের বার্তায় সেজে ওঠে শহর।

সমস্ত দুর্যোগের অবসান ঘটবে এইরকম খুশির এক মরশুমে সমস্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়া একটি চোর কোনো উপায় না পেয়ে অবশেষে একটি বাড়িতে চুরি করতে ঢোকে।

সাবধানতা অবলম্বন করে অনেক দামী জিনিসপত্র পকেটে পুরে পাশের দরজা খুলে ঢুকতে গিয়ে চোরটি ধরা পড়ে গৃহস্বামীর হাতে।

তারপর কি হল? আসুন দেখে নিই চোর.COM…

চোর.COM

পরিচালক সাত্যকি ভট্টাচার্য্য বিগত নয়বছর ধরে শর্টফিল্ম, ভিডিও অ্যালবাম বানিয়ে আসছেন এবং নিজেও অভিনয় করেন।

বর্তমানে তিনি চাকরির পাশাপাশি নিজের লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাচ্ছেন। পাশে রয়েছেন মা, দিদি, জামাইবাবু সহ বন্ধুস্বজন।

এই পেশায় তিনি নতুন চিন্তাধারার কিছু সিনেমা তৈরি করবেন বলে যুক্ত হয়েছেন, অনেকসময় সিনেমায় অনেক চাওয়া পাওয়া সম্পূর্ণতা পায় না, অথবা মনের মত হয়ে ওঠে না, তিনি সেই খামতি থেকে উৎসাহিত হয়েছেন।

শত বাধা বিপত্তি পেরিয়ে তিনি লক্ষ্যপূরণ করুক, সাতকাহনের পক্ষ থেকে পরিচালক সাত্যকি ভট্টাচার্য্যের প্রতি অনেক শুভেচ্ছা শুভকামনা রইল।

স্বল্পদৈর্ঘ্যের এই ছবিতে অভিনয় করেছেন নয়ন সেন, বাবুসোনা মাঝি, সাত্যকি ভট্টাচার্য্য।

চিত্রনাট্য রচনা এবং সমগ্র চিত্র পরিচালনায় রয়েছেন সাত্যকি ভট্টাচার্য্য।

সহ পরিচালনা চন্দ্রিমা সেন।

ব্র‍্যান্ড পার্টনার- Action and Photography Entertainment.

কস্টিউম পার্টনার- T.S Triniti.

RUPKOTHA
SATKAHON
WRITTEN BY: RUPKOTHA
SATKAHON

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *