Satkahon – Rupak Tiary সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী

Satkahon - Rupak Tiary
সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী (Rupak Tiary) – Satkahon.in

Satkahon – Rupak Tiary

নবীন প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী। মায়ের কাছেই গান শেখা শুরু তাঁর।

বিপুল জনপ্রিয়তা পেলেও সেই দিকে নজর না দিয়ে মন দিতে চান নিজের কাজে! আসুন জেনে নিই সাতকাহনকে দেওয়া সাক্ষাৎকারে কি বললেন তিনি ..

Satkahon - Rupak Tiary
[ ছবিতেঃ মায়ের সাথে শিল্পী ]

প্রথম গান শেখা কার কাছে? দুষ্টু ছিলে ছোটবেলায়?

মা গান করেন, মায়ের পুরনো হারমনিয়ামেই মায়ের কাছে আমার প্রথম সারেগামা শেখা। মা বিয়ের আগে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেছেন কিন্তু বিয়ের পরে যা হয়, আর গান নিয়ে এগোন হয়নি, তাই তাঁর অপূর্ণ স্বপ্নটা তিনি আমার মধ্যে দিয়ে পুরণ করতে চেয়েছেন।আর দুষ্টু বলতে আমি তো খেলাধুলো নিয়ে থাকতাম ছোটবেলায় কিন্তু আমার গান যতটুকু সবই মায়ের উৎসাহে।

গান টা কে Seriously নিলে কবে থেকে?

মায়ের জন্যেই আমার ২০১০ এ প্রথম জি বাংলা সারেগামাপা তে যাওয়া, বেশিদুর না গেলেও ওখান থেকে ফেরার পর একটা basic fame তৈরি হয়েছিল, সেই থেকেই গানের প্রতি একটা অদ্ভুত আগ্রহ এলো যে সবাই আমাকে চিনছে আমাকে ভালবাসছে। তখন আমি স্কুল এ পড়ি।

কার কার কাছে গান শিখেছ?

মা ছাড়া আমি গান শিখেছি কোন্নগরে শ্রী অনিত দাস আর তারপর আমি শিখেছি শ্রী নির্মাল্য রায় এঁর কাছে।

কি ধরনের গান গাইতে বেশি ভালোলাগে?

আসলে আমার গান গাইবার থেকে বেশি গান বানাতে ভালোলাগে। সুর করতে, Sound design করতে আমার ভীষণ ভালোলাগে।

সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী (Rupak Tiary) – Satkahon.in

পড়াশুনা নিয়ে বকা খেয়েছ?

বকা না খেলেও, আমার পড়তে একদম ভালো লাগত না, রামকৃষ্ণ আশ্রমে পরেছি আমি, আর সত্যি বলতে কি আমি উচ্চমাধ্যমিকের পর বম্বে চলে যাই তারপর থেকে গান নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমার Graduation শেষ করা হয়নি।

রিয়েলিটি শো থেকে ছিটকে গিয়ে অনেকেই নিজের পরিচিতি সেইভাবে তৈরি করতে পারেন না, অনেকেই হারিয়ে যান, তুমিও রিয়েলিটি শো থেকে সেইভাবে সাফল্য পাওনি, কিন্তু বর্তমান তোমার যে জনপ্রিয়তা, সেটার জন্যে কিভাবে লড়াই করেছ?

যখন বম্বে থেকে ফিরলাম, মনে হল এতদিন অনেকের জন্যে অনেক করেছি এবার নিজের জন্যে কিছু করি? বম্বেতে আমি একজন মিউজিক ডিরেক্টর হবার ইচ্ছে নিয়ে গেছিলাম একাই, তখন কাউকে চিন্তাম না। যাইহোক, কিছু প্রোডাকশনের সাথে কাজ করলাম, কিন্তু আমি দেখলাম ওখানে ভীষণ একটা High-profile living. আয় এর থেকে ব্যয় বেশি, তাই আমি ভাবলাম এই খরচাটা যদি আমি নিজের গানের জন্যে করি তাহলে কেমন হয়? সেই আমার কলকাতা ফেরা এবং নিজের মত বাঁচা শুরু।

Satkahon - Rupak Tiary
সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী (Rupak Tiary) – Satkahon.in

প্রথম গান নিয়ে কেমন প্রত্যাশা ছিল?

আমি ওভাবে গান নিয়ে কখনো ভাবিনি, আমি নামের জন্যে গান বানাইনি। আমার গান গাইতে ভালো লাগে, বানাতে ভালো লাগে।আমার গানটা ভালো লেগেছিল, মনে হয়েছিল ভিডিওটা ভালো করে করতে হবে, এইটুকুই। মানুষ আমাকে গ্রহন করেছেন আমার কাজ কে ভালবেসেছেন আমি কৃতজ্ঞ, আমি খুশি!

মঞ্চ অনুষ্ঠান করছ?

না। জি বাংলার পর কিছু করেছিলাম অনুষ্ঠান কিন্তু তারপর আর সেভাবে করিনি। জানিনা কেন আমার ভালো লাগে না, আমার মনে হয় ওটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। তবে হ্যাঁ, আমি যেদিন বুঝব যে আমার নিজস্ব শ্রোতা তৈরি হয়েছে সেদিন আমি নিশ্চয়ই মঞ্চ অনুষ্ঠান করব।

প্লেব্যাক?

আমার ইচ্ছে নিজে যেদিন ছবি বানাব সেদিন নিজের ছবিতে নিজে প্লেব্যাক করব।

তাহলে তোমার চিত্রপরিচালনা করার ইচ্ছে?

না, আমার বন্ধু যে ভিডিও করে সেই পরিচালনা করবে, আমার পুরো কাজটার সঙ্গে যুক্ত থাকব ওটাই আমার ইচ্ছে।

সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী (Rupak Tiary) – Satkahon.in

গান ছাড়া আর কি করতে ভালো লাগে?

ছবি তুলতে ভালো লাগে।

ভিডিওর জন্যে অনেক জায়গায় যেতে হয়, বেড়াতে ভালোবাসো? কোথায় যেতে সব চেয়ে বেশি ভালো লাগে?

বেড়াতে যাওয়াটা তো এখন trend হয়ে গেছে, কিন্তু আমার এমনিতেই ঘুরতে ভীষণ ভালো লাগে, সব চেয়ে বেশি ভালো লাগে পাহাড়ে বেড়াতে যেতে।

জীবনের কিছু খারাপ অভিজ্ঞতা?

অবশ্যই আছে, সেলিম সুলেমন কে assist করতে চেয়েছি, পারিনি। এটা একটা দুঃখ বলতে পারো। হয়ত আমি তখনও অতটা তৈরি ছিলাম না, ওনাদের কাজ আমার খুবই ভালো লাগে, খুব শ্রদ্ধা করি।

সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী (Rupak Tiary) – Satkahon.in

কিছু ভালো অভিজ্ঞতা?

তুমিও কি ভাবো‘ গান টার shooting করা হয়েছিল North Sikkim এ। সেটা এখনও পর্যন্ত আমার জীবনের সবচেয়ে ভাললাগার স্মৃতি, চোখের সামনে অত বড় পাহাড়, সেখানে আমার গান এর shooting হচ্ছে, দারুণ অভিজ্ঞতা আর অনুভুতি।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?

শুধু ভালো কাজ আর কিচ্ছু না।

তোমার অগনিত ভক্ত, তাঁদের উদ্যেশে কিছু বলো, যে সাফল্য তুমি পেয়েছ, অন্যরা কিভাবে পাবে? পথের হদিশ কিছু?

দেখো পথ তো সবার আলাদা আলাদা, তবু বলব যে, এখন প্রযুক্তি অনেক উন্নত তাই একটু ইচ্ছে করলেই অনেক কিছু শেখা যায়। তাই যে কাজই তুমি করো না কেন, সেটা একটু ঠিকভাবে শিখে করতে হবে। আর আমি কখনো সাফল্যের প্রত্যাশা রেখে কাজ করি না, খারাপ ভালো দুই রকম মতকেই আমি স্বাগত জানাই, নিজের মনের কথা শোনো ভালো কাজ করে যাও, সাফল্য নিজেরটা নিজে বুঝে নেবে।

সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী (Rupak Tiary) – Satkahon.in

COPYRIGHT © 2020 SATKAHON

1 thought on “Satkahon – Rupak Tiary সাক্ষাৎকারে জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপক তিয়াড়ী”

  1. Pingback: চিঠি লিরিক্স | Chithi Lyrics | Rupak Tiary | Kajol - সঙ্গীত । জিলাইভ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *