Satkahon Review – The Eventor এর প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি SILENCE

Satkahon Review - The Eventor এর প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি SILENCE
silence

Satkahon Review – The Eventor এর প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি SILENCE

The Eventor এর প্রযোজনায় চিত্রপরিচালক অপূর্ব রায়ের ক্যামেরায় উঠে এলো এক বাস্তব জীবনের প্রতিচ্ছবি,এক সামাজিক সচেতনতার বার্তা।

লকডাউন এর কারণে ঘরবন্দি বাবার চলছে Work From Home, সাথে অবিরত ধূমপান। কাজের চাপে তাঁর এটুকুও খেয়াল নেই যে ঘরে রয়েছেন তাঁর গর্ভবতী স্ত্রী ও একটি শিশু কন্যা।ভাইরাস সঙ্ক্রমন রোধ করতে ঘরের বাইরে পরতে হবে Musk. কিন্তু বাবার ধুমপানের ধোঁয়ায় বিরক্ত হয়ে ছোট মেয়েটি সেই Musk পরে হাজির হয় বাবার সামনে। তারপর কি করে সে?

জানতে গেলে দেখতে হবে ছবিটি

silence

প্রকৃতি বার বার সচেতন করছে আমাদের। প্রাকৃতিক বিপর্যয়, Global warming কোথাও না কোথাও মানুষেরই কর্মের ফল।ধূমপান একদিকে শরীরের ক্ষতি তো করেই অন্য দিকে দুষিত হয় পরিবেশ। অর্পণ ভট্টাচার্যের ভাবনায় সামাজিক সচেতনতার উদ্দেশ্যে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটির চিত্রগ্রহণ,সম্পাদনা ও পরিচালনা করেছেন অপূর্ব(অপু)।অভিনয়ে রয়েছেন অঞ্জন মাখাল,সুরভি মাখাল, ও শিশুশিল্পী ঐশিকা মাখাল। ছবিটি মুক্তি পেয়েছে The Eventor এর ইউটিউব চ্যানেল থেকে।

Watch : মহামারীর করালগ্রাসে ক্ষুধা জর্জরিত বহু মানুষ। তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকে। কেউ নিজের জমানো টাকা থেকে অর্থ সাহায্য তুলে দিচ্ছেন কেউ বা কোন নির্দিষ্ট উদ্দেশ্যে তুলে রাখা অর্থে নিজের শখ পূরণ না করে তুলে দিচ্ছেন দুঃস্থ মানুষদের হাতে। এমনই এক কাহিনী নিয়ে THE EVENTOR এর প্রযোজনায় সম্প্রতি মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আগামী-The future‘.

ইতিমধ্যেই ছবিটি Lockdown short film festival 2020 তে নির্বাচিত হয়েছে।

COPYRIGHT © 2020 SATKAHON

1 thought on “Satkahon Review – The Eventor এর প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি SILENCE”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *