Satkahon Review – Teri Mitti | মৌমিতা দাসের কণ্ঠে স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি

Satkahon Review - Teri Mitti
মৌমিতা দাসের কণ্ঠে স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি

Satkahon Review – Teri Mitti

স্বাধীনতা দিবসে দেশমাতৃকার উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে সঙ্গীতশিল্পী মৌমিতা দাসের কণ্ঠে নতুন সঙ্গীতায়োজনে প্রকাশিত হল ‘তেরি মিট্টি’ গানটি।

বর্তমান পরিস্থিতিতে চীন-ভারতের যুদ্ধে প্রান হাতে নিয়ে লড়তে থাকা দেশের সৈন্যরা হোক বা মহামারীর সঙ্গে লড়াই চলতে থাকা দেশের সামাজিক কর্মী, ডাক্তার সকল কে শ্রদ্ধা জানিয়ে তাঁর এই নিবেদন।

আগরতলার মেয়ে মৌমিতা গান শেখার উদ্দেশ্য নিয়ে কলকাতা আসেন। যদিও আগরতলায় দীর্ঘদিন তিনি গান শিখেছেন শ্রীমতী সীমা পাল এবং শ্রী রাজীব চট্টোপাধ্যায়ের কাছে।

সংস্কৃত নিয়ে পড়াশুনার পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে তিনি স্নাতকোত্তর করেছেন।

কলকাতা আসার পর তিনি গান শিখেছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লা, বিদুষী সঙ্গীতশিল্পী অনুসুয়া মুখোপাধ্যায়,বিদুষী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী শ্রীমতী সুরঞ্জনা বসু, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষক শ্রী অভিজিৎ বসু, শ্রী অভিজিৎ মুখোপাধ্যায়,শ্রী সমীরণ চট্টোপাধ্যায় প্রমুখের কাছে।

কীর্তন গানে তালিম নিয়েছেন শ্রীমতী কঙ্কনা মৈত্রের কাছে। বর্তমানে তাঁর সঙ্গীত শিক্ষা চলছে শ্রী দেবজ্যোতি মিশ্রের কাছে।  

আসুন শুনে নেওয়া যাক গানটি…

মৌমিতা দাসের কণ্ঠে স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি

তেরি মিট্টি গানটির মূল সুরকার অর্ক এবং গানটি লিখেছেন মনোজ মুন্তাসির।

মৌমিতার গাওয়া গানটির নতুন সঙ্গীতায়োজন করেছেন অয়ন রায়।

গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন প্রতীক প্রধান। শব্দ গ্রহন করা হয়েছে ইকো স্টুডিও থেকে।

গানের ভিডিও গ্রহন ও সম্পাদনা করেছেন অয়ন সরকার ও অভিনন্দন ঘোষ।

গানটি মুক্তি পেয়েছে Soulful Moumita Das ইউ টিউব চ্যানেল থেকে।

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK
@SATKAHONNEWS/

বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

Saptarshi Saha | Satkahon

COPYRIGHT © 2020 SATKAHON

1 thought on “Satkahon Review – Teri Mitti | মৌমিতা দাসের কণ্ঠে স্বাধীনতা দিবসের শ্রদ্ধাঞ্জলি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *