Satkahon Review – M.sc পাস করে মাছ বিক্রী | শুভঙ্করের ছবি মাছওয়ালা

Satkahon Review - M.sc
মাছওয়ালা

Satkahon Review – M.sc পাস করে মাছ বিক্রী

Covid-19 পাল্টে দিয়েছে জনজীবন। ধনী-গরীব এর সংজ্ঞা এখন অন্য। ভারতবর্ষের অর্থনীতিতে নেমেছে ধ্বস।

ধ্বসে যাওয়া আর্থিক জনজীবনের নানা গল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে স্বল্পদৈর্ঘ্যের ছবি গুলির মধ্যে দিয়ে।নবীন পরিচালক শুভঙ্কর সরকারের ‘মাছওয়ালা’ ছবিতে উঠে এসেছে সেই রকমই এক গল্প।

সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি মাছ বিক্রী করছে একটি ছেলে। কিন্তু মাছ কাটতে গিয়ে হাত কাঁপছে তার।

প্রশ্ন করা হলে সে জানায়, আসলে সে মাছ বিক্রী করে না। M.sc পাস করে বাড়িতে কোচিং ক্লাস করায় সে। জমানো টাকা শেষের পথে।

অসুস্থ বাবা মার দায়িত্ব তার উপর, তাই সে বেড়িয়েছে মাছ বিক্রি করতে।

অভিনয় করেছেন সান্ত্বনা বসু, শিখা কুণ্ডু, শুকদেব মণ্ডল, এবং অজয় মণ্ডল।

ছবিটি মুক্তি পেয়েছে BONGO RONGO ইউ টিউব চ্যানেল থেকে।  কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা ও ভিডিও সম্পাদনা করেছেন শুভঙ্কর নিজেই।

চিত্রগ্রহন করেছেন বিজয়। সৃজন শীল পরিচালনা করেছেন দীপেন্দ্র চ্যাটার্জি।

Satkahon Review – M.sc পাস করে মাছ বিক্রী

পড়ুন সাতকাহন : বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *