Satkahon Review – Lockdown live- Kolkata today
Satkahon Review – Lockdown live- Kolkata today
Kolkata today এর কর্ণধার দীপাঞ্জন ঘোষ এর উদ্যোগে ও সামগ্রিক পরিকল্পনায় এক ঝাঁক তারকার গানে ও কবিতায় অনুষ্ঠিত হলো Lockdown live.
করোনা ভাইরাসের দাপটে আমরা সবাই গৃহবন্দী।
ঘরে থাকতে থাকতে আমাদের মন যখন বিষন্নতায় ছেয়ে উঠেছে সেই সময়ই শিল্পীদের এই গান, কবিতা আমাদের মানসিক সাহস যোগায় বেঁচে থাকার,এগিয়ে যাওয়ার পথে।
Lockdown live এ অংশগ্রহণ করেছেন যেসব স্বনামধন্য বাচিকশিল্পী তথা সংগীতশিল্পীরা.
তাঁরা হলেন সতীনাথ মুখোপাধ্যায় ও সুতপা বন্দোপাধ্যায়,রুমকি গাঙ্গুলী,শুভদীপ চক্রবর্তী,অন্তরা দাস,সুরজিৎ রায়,নিবেদিতা নাগ তহবিলদার,পর্ণাভ ব্যানার্জি,সায়ন্তিকা মজুমদার,শ্রীনিকা বিশ্বাস,সমীধ ও উর্ভি।
গান ও কবিতায় গত 5 ই মে থেকে 18 ই মে পর্যন্ত কলকাতা টুডের এই অনুষ্ঠান মানুষের মন জয় করেছে।
অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে ইচ্ছেডানা ফেসবুক পেজ থেকে, সহযোগিতায় রয়েছে বাঙালিয়ানা।
Satkahon Review – Lockdown live
পড়ুন সাতকাহন : বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।
Copyright © 2020 SATKAHON
Pingback: Satkahon Review -করোনা কালে ছবি বিক্রি করে আর্থিক সহায়তায় শুভঙ্কর