Satkahon Review – Lockdown পরিবার’ দেখেছেন তো?

Lockdown পরিবার' দেখেছেন তো?

Satkahon Review | Lockdown পরিবার

শহরের বুকে এখন হাতেগোনা যৌথ পরিবার। একান্নবর্তী পরিবারের আসল মানেটা এখন মানুষের প্রায় স্মৃতিভ্রষ্ট। সেই স্মৃতিকে চাঙ্গা করতেই পরিচালক সায়ন দের নিবেদন

লকডাউন পরিবার

ইন্টারনেটের যুগে এখন একে অপরকে সামনাসামনি হ্যাঁ, না, আচ্ছা বলা টুকুই যেন অনেক মনে হয়। যৌথ পরিবারগুলির অবস্থা অনেকটা এইরকমই। ব্রডব্যান্ডের দৌলতে ওয়াইফাই এর মাধ্যমে কেউ ফোনে, কেউ কম্পিউটারের সাথে যুক্ত। কিন্তু সেইসব মানুষ, যাদের সামর্থ্য নেই স্মার্টফোন কেনার বা বয়স্ক মানুষরা যারা এখনো শিখে উঠতে পারেননি ইন্টারনেটের কার্যকলাপ তারা কিভাবে জীবন কাটাচ্ছেন? সেই বার্তা নিয়ে এল লকডাউন পরিবার।

Satkahon Review | Lockdown পরিবার

একদিকে হাস্যরস ও অন্যদিকে শিক্ষা মিলেমিশে এক হয়ে গেছে এই ছবিটিতে। ছবিটি মূলত যার ভাবনার ফলশ্রুতি তিনি ঈশিতা বেরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের যন্ত্রসংগীত বিভাগ থেকে ‘বাঁশী’ নিয়ে পড়াশোনা করেছেন তিনি। এছাড়াও লেখালেখি ও নাট্যচর্চা তেও তার গভীর আগ্রহ রয়েছে।

ছবিটি প্রকাশিত হয়েছে Kristi dot com ইউটিউব চ্যানেল থেকে। চ্যানেলের কর্ণধার তথা পরিচালক‌ সায়ন দে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও একজন দক্ষ লেখক। এই ছবির চিত্রনাট্য ও সংলাপ তাঁরই রচনা

Lockdown পরিবার' দেখেছেন তো?

দক্ষতার সাথে এই ভিডিওটি সম্পাদনা করেছেন সুবর্ণ দাশগুপ্ত।বাড়িতে বসে করা সকলের ভিডিও কে একত্রিত করে একটি পূর্ণ চলচ্চিত্রের রূপদান করা সত্যিই প্রশংসার দাবি রাখে। পোস্টার তৈরি করেছেন রূপজিৎ শাসমল

Lockdown পরিবার' দেখেছেন তো?
Lockdown পরিবার' দেখেছেন তো?
Lockdown পরিবার' দেখেছেন তো?

ভিডিওটিতে যে সব অভিনেতা ও অভিনেত্রীরা অংশগ্রহণ করেছেন তারা হলেন সায়ন দে, ঈশিতা বেরা, সৌরভ সরিকেত, মৌমিতা ভূঁইয়া, সুবর্ণ দাশগুপ্ত, সৌগত অধিকারি,অনির্বাণ রানা, মাতুন ময়রা, সৌভিক ঘোষ, অনুশ্রী আশ,ও সৈকত দে।

Lockdown পরিবার' দেখেছেন তো?
Lockdown পরিবার' দেখেছেন তো?

আসা যাক ছবির গল্পে,পরিবারের সকলেই করোনা ভাইরাসের ভয়ে লকডাউন এ বন্দি। তাই ইন্টারনেটের দ্বারস্থ হয়েছেন সকলে। কেউ ব্যস্ত অনলাইন ক্লাস নিতে, কেউ টিকটক বা লুডো খেলায়,কেউ work-from-home এর কারণে ব্যস্ত কম্পিউটারে তার কাজে। তাই বাড়ির বয়স্ক বাবাকেই যেতে হয় বাজার করতে। হাতে জল টুকু দেবার সময়ও কারো নেই। বৌমা রান্নার ভিডিও করছে, ছোট ছেলে ফোনেই সারছে সমাজসেবা। অন্যদিকে মজা দেখছে পাশের বাড়ির ছেলে ‘বিলে’।

Lockdown পরিবার' দেখেছেন তো?
Lockdown পরিবার' দেখেছেন তো?
Lockdown পরিবার' দেখেছেন তো?

“করোনাভাইরাস এর থেকেও বিষাক্ত ইন্টারনেট” এমনটাই মনে করেন প্রতিষেধক তৈরিতে ব্যস্ত মামা। তাই বাড়ির ইলেকট্রিক কানেকশন কৌশলে বন্ধ করে দেন তিনি।

Lockdown পরিবার' দেখেছেন তো?

তারপর কি হলো জানতে গেলে দেখতেই হবে লকডাউন পরিবার

8 thoughts on “Satkahon Review | Lockdown পরিবার দেখেছেন তো?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *