Satkahon Review – LOAN | সাত্যকি ভট্টাচার্যের পরিচালনায়

Satkahon Review – LOAN
ঋণের কড়ি, কড়ি নয় দড়ি। এ কথা তো সকলেই জানেন, কিন্তু সংসারের চাপে, বা ত্বরিত সমাধানের চক্করে অনেকেই এই ঋণ এর জ্বালায় জর্জরিত। শুধু তাই নয় সব কিছু হারিয়ে আত্মহননের পথ ও বেছে নিয়েছেন অনেকে। চট জলদি টাকার ব্যবস্থা করতে গিয়ে ঠকবাজির পাল্লায় পড়তে হয় অধিকাংশ মানুষকেই।
তেমনি একটি বাস্তব গল্প নিয়ে সাত্যকি ভট্টাচার্যের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় গত বছর মুক্তি পায় ছবি LOAN.
ছবিতে তিনজন ব্যক্তি তাঁদের নিজ নিজ সমস্যা নিয়ে পৌঁছায় এক ঋণদাতা সংস্থার কাছে। সংস্থা থেকে জানানো হয় এক সপ্তাহের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ টাকা পৌঁছে যাবে। কিন্তু ঋণ এর অর্থের ২০ শতাংশ জমা রাখতে হবে অগ্রিম, যথারীতি টাকা জমা দেয় সবাই। কিন্তু ঋণের টাকা আসে না কারোর অ্যাকাউন্ট এই, কোম্পানির ঝাঁপ বন্ধ, বন্ধ ফোন নাম্বার।
পুলিশ শুরু করে তল্লাশি। পুলিশ কি পারলো খুঁজে বার করতে মূল অপরাধী কে? আসুন দেখে নেওয়া যাক সেই গল্প।
বাজেট কম থাকায় অডিও ডাবিং সম্ভব হয়নি, কিন্তু গল্পের কাছে হার মেনেছে অন্যান্য অসুবিধা। অভিনয়ে রয়েছেন, অর্পণ ভট্টাচার্য, সোমনাথ ঘোষাল, সোমাশ্রী বিশ্বাস, আবির মাঝি, প্রিয়া দত্ত, সৌমাল্ল্য পাল, জয়শ্রী অধিকারী, শৌভিক ঘোষ, জ্যোতির্ময় ঘোষ, শৌভিক সেনগুপ্ত, আকাশ রায়, তন্ময় অধিকারী, ফজল খান, নীলাদ্রি প্রামানিক, প্রতাপ সেনগুপ্ত, সোমা সেনগুপ্ত, তথাগত দেব, প্রদীপ কুমার ঘোষ, পাপিয়া ঘোষ, শুভদীপ ঘোষ, সৌদীপ ঘোষ, তন্ময় দাস, অরিজিৎ রায়, বিশ্বজিত রায়, তন্দ্রা ভট্টাচার্য, শ্যামল ভট্টাচার্য ও সাত্যকি নিজে।
চিত্রগ্রহণ করেছেন শৌভিক ঘোষ। ভিডিও সম্পাদনা করেছেন জ্যোতির্ময় সামন্ত। সহযোগী পরিচালক অর্পণ ভট্টাচার্য। ছবির প্রযোজক সাত্যকি ভট্টাচার্য প্রোডাকশন।
COPYRIGHT © 2020 SATKAHON