Satkahon Review – Justice – প্রথমবার নিজ চিত্রনাট্যে শুভদীপ

Satkahon Review - Justice
Justice

Satkahon Review – Justice

The Eventor এর প্রযোজনায় মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্যের ছবি Justice

দুই উকিলে তর্ক হয়, বিচারপতির প্রাণ যায় ..কারণ, তর্কের বিষয় লকডাউন। এক পক্ষের দাবি লকডাউন চলুক জনস্বাস্থ্যের স্বার্থে। অন্য পক্ষের মত জনস্বার্থ কি শুধুই স্বাস্থ্যে? অর্থনৈতিক ক্ষয়ে বিশাল জনসংখ্যার মানুষ খেতে পাচ্ছেন না।

অসুবিধা হচ্ছে অনেক কিছুতেই। সে দিক থেকে বিচার করলে স্বাস্থ্য,সমাজ সবই যেতে বসেছে।

দুইজনের দাবিই যুক্তিসংগত। ফলত, বিচারক মশাই পড়েছেন মহা মুশকিলে। দুপক্ষের মধ্যে তর্কাতর্কির প্রায় শেষ পর্যায়..এমন সময়..

সবটা বলে দিলে গল্পের মজাটাই চলে যায়।
চলুন দেখে নেওয়া যাক তারপর কি হল….

প্রথমবার নিজ চিত্রনাট্যে শুভদীপ | Justice – Satkahon.in

বাস্তবিকভাবেই লকডাউন প্রসঙ্গে বিভিন্ন জল মেশানো সিদ্ধান্ত উপস্থাপিত হলেও শুভদীপের রচনায় যে কোন জল নেই তা দর্শক দেখলেই বুঝতে পারবেন। প্রথমবার অত্যন্ত সাবলীল অভিনয়ের পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তিনি নিজে।

এই ছবিতে আমরা তার অন্য একটি দক্ষতার পরিচয় পেলাম। এছাড়া অভিনয়ে অংশগ্রহণ করেছেন শুভশ্রী ব্যানার্জি ও সুমন্ত কুমার ব্যানার্জি।

কণ্ঠসঙ্গীত ও সঙ্গীতায়োজন সম্পন্ন করেছেন বিশ্বজিৎ রানা এবং সর্বোপরি ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন অপূর্ব রায় (অপু)।

এটি প্রকাশিত হয়েছে The Eventor এর ইউটিউব চ্যানেল থেকে।

Satkahon Review - Justice
প্রথমবার নিজ চিত্রনাট্যে শুভদীপ | Justice – Satkahon.in

Satkahon Review – Justice

পড়ুন সাতকাহন : বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।

COPYRIGHT © 2020 SATAKAHON

2 thoughts on “Satkahon Review – Justice – প্রথমবার নিজ চিত্রনাট্যে শুভদীপ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *