Satkahon Review – HOPE -একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি
Satkahon Review – HOPE
এই মহামারীর দিনে বাংলা জুড়ে অনলাইন পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী।
আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এর পড়াশুনা চলত জোড়াসাঁকোর বাড়িতেই।
বাড়িতে পড়াতে আসতেন শিক্ষকরা। কিন্তু এখনকার সমাজে সেই ব্যবস্থা আর নেই।বিদ্যালয় এখন ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পড়াশুনার জায়গা নয় ,একটা খোলা আকাশের মতো।যেখানে তারা একদিকে পড়াশোনা করবে অন্যদিকে করবে সংস্কৃতিচর্চা।
বিদ্যালয় আমাদের সামাজিক হতে শেখায়, তাই আজও আমরা সেই বিদ্যালয় জীবনকে কোথাও না কোথাও ফিরে পেতে চাই।
করোনাভাইরাস এর এই মহামারীর দিনে স্কুল যেতে পারছে না ছাত্র-ছাত্রীরা।একদম ছোট ছোট ছেলেমেয়েরা যারা সবে সবে বিদ্যালয় জীবন শুরু করেছে এবং বন্ধুত্ব করতে শিখেছে অন্য ছেলে মেয়েদের সাথে তারা হঠাৎ করেই গৃহবন্দী।
সেই ঘটনাকে কেন্দ্র করে চিত্রপরিচালক বিজয় ঘোষ আবার একটি স্বল্পদৈর্ঘ্য ছবি উপহার দিয়েছেন। ছবিতে অভিনয় করেছে তার ছোট্ট মেয়ে বিদীপ্তা ঘোষ। অল্প বয়সে তার অভিনয় দক্ষতা সকলের নজর কাড়ে।
গৃহবন্দী অবস্থা নিয়ে নানারকম স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি করলেও ছোটদের মনের কথা ভাবেন এমন মানুষ খুব কম তাই বিজয় ঘোষ এর এই ছবিটি সত্যিই প্রশংসার দাবি রাখে।
খুদে অভিনেত্রী প্রশ্ন করে “স্কুল কবে খুলবে মা?” সত্যিই এই প্রশ্নের উত্তর আমাদের কারো কাছেই নেই।
ছবিটির ভাবনা বিশিষ্ট সঙ্গীত পরিচালক অমিত মিত্রের । ওনার ভাবনাকে নিজের চিত্রগ্রহণ ও পরিচালনার মাধ্যমে একটি সুন্দর রূপ দেন বিজয় এবং মাত্র তিন বছর বয়সের খুদে অভিনেত্রী বিদীপ্তার মুগ্ধ করা অভিনয় এই ছবিটির আলাদা মাত্রা দিয়েছে ।
ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন অমিত মিত্র এবং ভিডিও সম্পাদনা করেছেন পিকু। ছবিটি ১১মে am original’s entertainment ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ।
এই ছবির পরিচালক বিজয় জানালেন যে, “এত কম বয়সে এতো সুন্দর অভিনয় করেছে আমার মেয়ে (বিদীপ্তা) যে আমার নিজের খুব গর্ব বোধ হচ্ছে।
আর কতদিন স্কুলের দরজা বন্ধ থাকবে জানিনা আমরা কেউ,তবে সকল শিশুর মতো আমরাও আশা করি , একদিন আবার স্কুল খুলবে। সব শিশুরা আবার মুক্ত ভাবে পড়াশুনা করবে,খেলবে আনন্দের সাথে বড়ো হয়ে উঠবে।”
COPYRIGHT © 2020 SATKAHON
Wow
Pingback: Satkahon Review- বিজয় ঘোষের পরিচালনায় ছবি 'মুক্ত সমাজ'