Satkahon Review – FLUMES | অভাব আটকাতে পারেনি শুভজিতকে

Satkahon Review - FLUMES | অভাব আটকাতে পারেনি শুভজিতকে
FLUMES

Satkahon Review – FLUMES

ষোলো বছর বয়স থেকে নিজের উদ্যোগেই পড়াশোনা ও চাকরির পাশাপাশি চিত্র পরিচালনা নিয়ে বিস্তর পড়াশোনা করেছেন শুভজিত লাহিড়ী। যেহেতু তিনি নিজেই চিত্রনাট্য লেখেন তাই বাস্তবভিত্তিক লেখার ওপর জোর দেন তিনি। Thriller বা Horror গল্পের প্রতি তাঁর ঝোঁক। সেই রকমই একটি বাস্তব ভিত্তিক গল্প Flumes.

Smoking causes Cancer. নানা রকম ভাবে বিভিন্ন গল্প আমাদের কাছে ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে। কিন্তু এই গল্পটি কোথাও একটু আলাদা। FLUMES শব্দের আক্ষরিক অর্থ ‘জলের নালী’। গল্পে দেখানো হয় একটি জলের নালী দিয়ে ক্রমাগত জল পরছে। স্নান ঘরে বসে একটি ছেলে ধূমপান করছে… তারপর কি হয় সেটা আপনারা নিজেরাই দেখে নিন।

FLUMES

শুভজিত এর মতে আমাদের জীবনের অনেক ভালো কিছুই বিভিন্ন কারণে leak হয়ে যাচ্ছে, এই অপচয়ে শেষ হয়ে যাচ্ছে মানুষের ভালো দিকগুলো।
স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটি London Focal International Film Festival এ দ্বিতীয় স্থান অর্জন করেছে।

The sequence নামে একটি ফিচার ফিল্ম পরিচালনা করছিলেন তিনি, সেই সময় তার কিছু আর্থিক সাহায্যের প্রয়োজন পড়ে। বোন কোয়েলিয়া লাহিরী টলি জগতের পরিচিত নাম। তাঁর সূত্রে তিনি তাঁরই এক পরিচিত প্রযোজকের কাছে যান। ভদ্রলোক তার থেকে একটি চিত্রনাট্য শুনতে চান। শুভজিত তাকে নিজের লেখা the salesman ছবির চিত্রনাট্য শোনান।আসুন গল্প তৈরীর বাকি গল্পটা শুভজিতের থেকেই জেনে নি।

“চিত্রনাট্যটি তাঁর ভালো লাগে কিন্তু তিনি তাঁর পাশে বসে থাকা এক ভদ্রমহিলা কে দেখিয়ে বলেন ওনাকে নিয়ে ছবিটি করতে হবে তবেই উনি প্রযোজনা করবেন। কিন্তু চিত্রনাট্যটিতে আমি আগে থেকেই অন্য একজনকে ভেবে রেখেছিলাম, শুধু তাই নয় ভদ্রমহিলাকে ওই চরিত্রে নির্বাচন করার জন্য স্ক্রিন টেস্ট নিতেও বাধা দেন ওই প্রযোজক। অবশেষে আমি বলতে বাধ্য হই যে গল্পের সাথে ওনাকে মানাবে না। তখন ঐ প্রযোজক আমাকে বলেন তাহলে যেন আমি গল্প পাল্টে দিই । নয়তো উনি প্রযোজনা করবেন না। আমার খুব আঘাত লাগে সেই কথায়, শুধুমাত্র আমার কাছে ‘টাকা ‘নেই বলে আমাকে চিত্রনাট্য পাল্টাতে হবে? তখনই আমি ভাবি আমাকে কিছু করতে হবে।অভিক আমার সাথে ছিল সে আমার কথা শুনে বলল যে বাজেট ছাড়া আমরা ছবি করব কিভাবে? সেদিন ফেরার পথে রাস্তায় একটা সিগারেটের খালি প্যাকেট পেয়েছিলাম তখনই আমার এই ফিল্মটা করার কথা মাথায় আসে। প্রযোজকের ব্যবহার আর খালি সিগারেটের প্যাকেট এই দুটোরই ফলশ্রুতি FLUMES. “

SUBHAJIT LAHIRI [DIRECTOR, FLUMES]

” ছবিটি বিনা বাজেটে তৈরি। এই ধরনের কাজ আমি প্রথম করলাম। তাছাড়া এই লকডাউন এর আগে মোবাইলে রেকর্ড করা ভিডিওর কথা আমরা ভাবতেই পারতাম না,সেটি যে এইভাবে লন্ডন ফোকাল ফিল্ম ফেস্টিভালে দ্বিতীয় স্থান অর্জন করবে এটা আমাদের ধারণার বাইরে ছিল। ছবির গল্প অসাধারণ। এই ছবিতে অভিনয় করে আমি গর্ব অনুভব করছি।”

AVIK [ACTOR, FLUMES]

শুভজিত প্রমাণ করেছেন শুধু টাকা থাকলেই ভালো কাজ করা যায় না,বিনা বাজেটেও Flumes এর মত একটি ছবি উপহার দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন দক্ষতা থাকলে মানুষ যেকোনো কিছুই জয় করতে পারে।

COPYRIGHT ©2020 SATKAHON

3 thoughts on “Satkahon Review – FLUMES | অভাব আটকাতে পারেনি শুভজিতকে”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *