Satkahon Review – রবিগান – তথাগত ও দেবদত্তা

Satkahon Review - রবিগানে তথাগত ও দেবদত্তা - Satkahon

Satkahon Review – রবিগান

বিশ্ব মহামারীতেও থেমে নেই বাঙালির রবীন্দ্রচর্চা।

গৃহবন্দী মানুষকে মানসিক অবসাদের হাত থেকে নিষ্কৃতি দিতে সঙ্গীত জগতের নামিদামি শিল্পীরা সব সময় পাশে থাকছেন তাদের গানে বা অন্যান্য সাংস্কৃতিক চর্চায়।

সংগীতশিল্পী হিসেবে অতি পরিচিত নাম তথাগত সেনগুপ্ত।

সম্প্রতি তাঁরই সংগীত পরিচালনায় তাঁর ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবদত্তা রায়ের যৌথ কন্ঠে দেবদত্তা রায় অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয় একটি রবীন্দ্রসঙ্গীত ‘কার মিলন চাও বিরহী’

ইতিমধ্যেই সকলের কাছে সমাদৃত হয়েছে গানটি।

একদিকে বাংলা গান ছাড়াও তথাগত যেমন তাঁর রবীন্দ্রগানে মানুষের হৃদয় সমান জায়গা অর্জন করেছেন অন্যদিকে রবীন্দ্র সংগীত শিল্পী দেবদত্তার কন্ঠ মাধুর্যে মুগ্ধ হয়েছেন সবাই।দেবদত্তা বলেন, মা তাঁর গান-জীবনের অনুপ্রেরণা মায়ের কাছেই গানের হাতেখড়ি তাঁর।ঠিক ভাবে গান শিখে গান নিয়ে এগিয়ে যেতে চান তিনি কারণ গান তিনি ভালোবেসে গান।

দেবদত্তা পণ্ডিত কৌশিক ভট্টাচার্যের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন। তারপর বেশ কিছুদিন গান শিখেছেন বালিগঞ্জ গীতবিতান এ। এছাড়াও গত ৮ বছর মায়ের কাছে শেখার পাশাপাশি তিনি গীতবিতান সঙ্গীত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শ্রীমতী  রীনা মুখোপাধ্যায়ের কাছে রবীন্দ্র সঙ্গীত শিখছেন”

আসুন শুনে নিই সেই রবীন্দ্র সংগীত

‘কার মিলন চাও বিরহী’

শিল্পীরা যে যাঁর বাড়ি থেকেই মোবাইলে রেকর্ড করে গানটি তৈরি করেছেন। গানের ট্র্যাক প্রযোজনা ও মিক্সিং করেছেন সৈনিক।

কিছুদিন আগেই দেবদত্তা রায়ের একক কন্ঠে, তথাগতর সংগীত পরিচালনায় প্রকাশিত হয়েছে আরো একটি রবীন্দ্র সংগীত ‘ আশায় আশায় থাকি‘।

সেই গানটিও সমানভাবেই জনপ্রিয় হয়েছে সংগীত জগতে।

COPYRIGHT ©2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *