Satkahon Review – পরদেশী মেঘ ফেরালেন গানে গানে Gourab & Guyz

Satkahon Review – পরদেশী মেঘ

Satkahon Review - পরদেশী মেঘ
Gourab & Guyz

জানলার ঝাপসা কাঁচে বৃষ্টি ব্যস্ততা ভরা দিন থেকে সময় চেয়ে নেয় কয়েক মুহূর্তের জন্য।

নবীন প্রজন্মের হৃদয়ে আনমনে জায়গা করে নেয় অনবদ্য সঙ্গীতায়োজন যখন সাম্যের কবি কাজী নজরুল ইসলামের উদ্দেশ্য শ্রদ্ধার্ঘ্য জানায় Gourab & guyz তাদের “পরদেশী মেঘ” গানে।

গৌরবের কন্ঠে “পরদেশী মেঘ”

কাজী নজরুল ইসলামের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানাল Gourab & Guyz

গৌরব,সৌগত,অর্ণব,পাপ্পু,তাতাই ও শুভ। ছয় জন সঙ্গীতজ্ঞের দল Gourab & Guyz। ভারতবর্ষে তথা পৃথিবীর নানা প্রান্তে একসাথে অনুষ্ঠান করেন তাঁরা।

Keyboard-এ অর্ণব, Lead guitar-এ সৌগত, Bass guitar-এ তাতাই ,Drums-এ পাপ্পু,এবং Percussion-এ রয়েছেন শুভ।
শুধু এই পাঁচজনই নন, এই দলে গৌরবের সাথে যুক্ত আরো অনেকে। A Pixelvas creation থেকে প্রিয়াঙ্কা রয়েছেন সমস্ত Poster design এর দায়িত্বে।

Photography ও Videography তে প্রশান্ত কুমার শূর। Sound engeenier- বাপি, এবং গৌরবের সর্বক্ষণের সঙ্গী তাঁর Personal Manager সুমন।

সবমিলিয়ে Gourab & Guyz.
অনুষ্ঠান ছাড়াও তাঁরা বিভিন্ন সামাজিক সহায়তাও করে থাকেন। তাই শুধুমাত্র গান-বাজনা নয় গৌরবের পরিবার হয়ে উঠেছে এই দল।

‘পরদেশী মেঘ’ প্রসঙ্গে গৌরব বললেন,
আমরা একে অপরের সাথে দূর থেকে হলেও পাশে আছি। তাই লকডাউনে বাড়ি থেকেই গানটা তৈরি করা হয়েছে। নজরুল গীতি নিয়ে সচরাচর খুব বেশি কাজ হয় না। কিন্তু নজরুল ইসলামের এমন কিছু গান রয়েছে যা আজও ভীষণভাবে আধুনিক। আসলে একটি সামগ্রিক পরিবেশনার উপর নির্ভর করে গানের গ্রহণযোগ্যতা। এই গানের আধুনিক সঙ্গীত পরিচালনা নবীন প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে। অনেকেই বলছেন তাঁরা আরো নজরুলগীতি শুনতে চান।

Gourab & Guyz

যথারীতি ‘পরদেশী মেঘ’ গানে নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন Gourab & Guyz এর প্রত্যেকে। শব্দ পরিকল্পনা ও শব্দ প্রক্ষেপণ করেছেন অভ্রতনু ঘোষ। ভিডিও সম্পাদনা করেছেন প্রশান্ত কুমার শূর ও সহযোগিতায় ছিলেন স্বরূপ দাস।

আশাকরি আগামী দিনে নজরুলগীতির পাশাপাশি রবীন্দ্র সমসাময়িক যুগের অন্যান্য ধারার গানও আমরা গৌরবের কন্ঠে শুনতে পাবো। এবং এমনই আধুনিক সঙ্গীতায়োজনের নিদর্শন থাকবে সেই গানেও যা আমাদের কয়েক মুহূর্তের জন্য হলেও ভাবিয়ে তুলবে, প্রশ্ন করবে..
এমন করেই কি তবে..
পুরাতনের গভীর টানে নতুনেরা কথা কবে?

COPYRIGHT © 2020 SATKAHON

2 thoughts on “Satkahon Review – পরদেশী মেঘ ফেরালেন গানে গানে Gourab & Guyz”

  1. Pingback: Satkahon Review- খোল গো দুয়ার | শিক্ষয়িত্রী-শিক্ষার্থী যুগলবন্দী - Satkahon

  2. Pingback: Satkahon Review - দাও অবসর, গানে আবারো মুগ্ধ করলেন শুভমিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *