Satkahon Review – ‘দেখা হবেই’-গানে কবিতায় মন মাতালেন জনপ্রিয় শিল্পীবৃন্দ

দেখা হবেই

Satkahon Review – গৌতম ঘোষালের রচনা ও সুরে +’দেখা হবেই’-গানে কবিতায় মন মাতালেন জনপ্রিয় শিল্পীবৃন্দ

দেখা হবেই’ ,পৃথিবীর এই মনখারাপের দিনে মন ছুঁয়ে যাওয়া কথায় ও সুরে একটি গান উপহার দিলেন বিশিষ্ট সুরকার এবং গীতিকার গৌতম ঘোষাল।

গৃহবন্দী জীবনের বিষাদ গান হয়ে উঠবে কণ্ঠে,যেদিন আবার দেখা হবে সুস্থ পৃথিবীতে মানুষের সাথে মানুষের – এমনই আশা প্রতিফলিত হয়েছে তাঁর এই গানে।

চলছে মহামারী। তাই, ভালোবাসার অঙ্গীকারে হাতে হাত মেলাতে না পারলেও গলায় গলা মিলিয়েছেন সঙ্গীতজগতের জনপ্রিয় শিল্পীবৃন্দ।

শ্রীকান্ত আচার্য,লোপামুদ্রা মিত্র,জয় সরকার,মনোময় ভট্টাচার্য,জয়তি চক্রবর্তী,শম্পা কুণ্ডু ভাস্বর এবং ছাত্রছাত্রী বৃন্দের সাথে গান গেয়েছেন গৌতম ঘোষাল নিজেও।

দেখা হবেই

গানের সাথে রয়েছে তাঁরই টুকরো টুকরো কিছু কবিতা, পাঠ করেছেন শ্রীমতী সোহিনী সরকার, সপ্তর্ষি, রিনি এবং শ্রীকান্ত আচার্য।

আসুন শুনে নেওয়া যাক গানটি

দেখা হবেই

বিগত কয়েক শতকেও আমরা ভাবিনি আমাদের একে অপরের সাথে দেখা হওয়াটাই হয়ে উঠবে আমাদের বিপন্নতার কারণ।

তবুও, এই দূরত্ব যেন এক নবমিলনের সুত্রপাত এমনটাই মনে করেন গীতিকার।

তাই তাঁর লেখায়, ’পাল্টে যাওয়া পোড়ামাটি জীবন.. নদী খোঁজে, আবার কাদামাটি হবে বলে’

“ আমাদের মনখারাপ।

প্রিয় মানুষদের ছেড়ে আছি। কষ্ট পাচ্ছি আমরা। এই মনখারাপ নিয়েই একটা গান কদিন আগে বাঁধলাম। বন্ধুরা শুনবেন। এই গানে কোরাস এবং হারমোনি লাইন গেয়েছে আমার কয়েকজন ছাত্রছাত্রী। এককভাবে যাদের গাইতে আর বলতে শুনবেন এবং দেখবেন, তারা সবাই আপনাদের খুব প্রিয়। আমার বন্ধুজন। এক কথায় তারা রাজি হয়েছেন এই অধমের কাজে অংশ নিতে। তাদের ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানালে বন্ধুতা লজ্জা পাবে, তাই সে পথে গেলাম না। এইরকম কঠিন সময়ে দাঁড়িয়েও সবাই সবার সেরাটুকু ঢেলে দিয়েছে এই গানে। বাকিটা আপনাদের ওপর ছেড়ে দিলাম।

গানটি তৈরীর মুহূর্ত থেকেই সুমন উৎসাহ দিয়েছে। এই গান প্রযোজনা করতে চেয়েছে। কিন্তু ওকেও ধন্যবাদ জানাচ্ছিনা ওই একই কারণে।

আর একটা কথা না বললেই নয়। আমাদের সবার চলমান ছবি যারা মোবাইলে তুলেছেন, অন্তরালে থাকা সেই সব বাড়ির সদস্য, অসামান্য Videographer-দের অবদানও কিছুমাত্র কম নয়।

দেখা হবে…

আমাদের দেখা হবেই…

ভালো থাকবেন সবাই… ”

— GOUTAM GHOSHAL [ COMPOSER & LYRICIST ]

দেখা হবেই

সমবেত কণ্ঠে অংশগ্রহন করেছেন গৌরব,অধিদেব,অর্ণব, সুমন, নির্মাল্য, স্বপনীল, শ্রেয়া, সুরদীপ, রিয়াজ, সম্ব্রিতা,রোদসী, সোমদ্যুতি, পিঙ্কি, অনস্মিতা,মান্দবি, সমান্বিতা,স্বেতা, দেবলিনা,মৌমিতা, সঙ্গীতা, তিয়াসা,সৃজনী, শিউলি।

গানটির সঙ্গীতায়োজন করেছেন পার্থ পাল। ভিডিও সম্পাদনা করেছেন রনি । গানটি মুক্তি পেয়েছে COZMIK HARMONY থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *