Satkahon Review – জয় মা দুর্গে | মুক্তি পেলো মৌমিতা দাসের রচনা ও সুরে

Satkahon Review - জয় মা দুর্গে

Satkahon Review – জয় মা দুর্গে

সমস্ত অশুভ শক্তিকে নাশ করতেই দেবী দুর্গার আগমন।

বছরের শুরু থেকে আমরা যে বিপদসংকুল অবস্থার মধ্যে দিয়ে গেছি তাতে মানসিক ভাবে এবং আর্থিক ভাবে সমগ্র বিশ্ব ভেঙে পড়েছে।

কিন্তু যখন শরতের আকাশে পেঁজা তুলোর মত মেঘ জমতে শুরু করলো আর কাশবনে ঢেউ খেলে বাতাস জানিয়ে গেলো মা আসছে তখন যেন মন ভুলে গেলো তার দুঃখ গুলো।

বেজে উঠল পুজার আগমনী।

সম্প্রতি সঙ্গীতশিল্পী মৌমিতা দাসের কণ্ঠে মুক্তি পেয়েছে তেমনই এক মাতৃ বন্দনা “জয় মা দুর্গে”

অসুরবিনাশিনী দেবী দুর্গার সুরের আবাহন।

আসুন শুনে নিই গানটি…

Satkahon Review – জয় মা দুর্গে

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK
@SATKAHONNEWS/

দশমহাবিদ্যার এই বন্দনা স্তুতিটি রচনা করেছেন মৌমিতা নিজেই। গানের সুরও তাঁরই করা।

এই প্রথম নিজের সুরে ও লেখায় বাংলা মৌলিক গান পরিবেশন করলেন তিনি। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ তাঁর। বললেন,

“বেশ কিছু গান লিখি ও সুরও করি। আসলে দীর্ঘ দিন সঙ্গীতচর্চা করছি বলেই হয়ত নিজের কিছু সৃষ্টি করতে ইচ্ছে হল।

মনে হল, এবার নিজের লেখায় সাহস করে একটা গান গেয়েই ফেলি। এই গান সকলেরই ভালো লেগেছে।

আশাকরি আগামী দিনে নিজের লেখা ও সুরে বেশ কিছু কাজ সকলকে উপহার দিতে পারব।“

গানটির সঙ্গীতায়োজন করেছেন পার্থ চক্রবর্তী।

গানে তবলা সঙ্গত করেছেন সুবীর চক্রবর্তী।

শব্দ গ্রহণ করেছেন সিদ্ধেশ্বর ব্যানার্জী।

গানের সাথে নৃত্য পরিবেশন করেছে রুপা ও তাঁর দল।

সৌপ্তিক দাসের পরিচালনায় দৃশ্য গ্রহন করেছেন সুরজ বিশ্বাস।

গানটি মুক্তি পেয়েছে Soulful Moumita das ইউটিউব চ্যানেল থেকে।

মায়ের আগমন বার্তার সাথে ফিরে আসুক মর্তবাসীর সুদিন।

সাতকাহনের তরফ থেকে রইল শুভকামনা।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *