Satkahon Review | গৃহবন্দী – আমাদের জীবন,আমাদের গল্প – Satkahon

Satkahon Review | গৃহবন্দী

যতবার পারো হাত ধুয়ে ফেলো
মুখে বেঁধে ফেলো মাস্ক
সরকারি কথা-শোনা দরকারি
এটাই এখন টাস্ক।

করোনা ভাইরাসের করালগ্রাসে সমগ্র বিশ্বের মানুষ বিপর্যস্ত। এ হেন পরিস্থিতিতে সরকারের নির্দেশে আমরা প্রত্যেকেই প্রায় দেড় মাস হতে চলল গৃহবন্দী।

সারাদিন ঘরে বসে আমাদের একমাত্র কাজ সোশ্যাল মিডিয়ায় ঘনঘন কড়া নাড়া। ‘যার কেউ নেই তার ফেসবুক, ইউটিউব আছে’ এই ধ্রুব বাণী মাথায় রেখে সমস্ত শিল্পীমহল মানুষকে আনন্দ দিতে তৎপর। গান,নাচ,আবৃত্তি তো না হয় হল কিন্তু সিনেমা? সিনেমা তৈরি তো দুরের কথা, সিনেমা হল, থিয়েটার সমস্ত কিছুই বন্ধ । এই সময় কিন্তু চলচ্চিত্র প্রেমীদের কাছে স্বল্পদৈর্ঘ্যের ছবিগুলিই ভরসা। কাহিনী কে ঠিকঠাকভাবে সাজিয়ে যে যার বাড়িতে বসেই ভিডিও করছেন এবং সেই ভিডিও একজন ভিডিও এডিটর তাঁর নিপুন দক্ষতায় একত্রিত করে গড়ে তুলছেন এক চলচ্চিত্র।

এমনই এক কাজের নিদর্শন রেখেছেন পরিচালক রাহুল দত্ত তাঁর স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘গৃহবন্দী‘ তে। কাহিনী,চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি নিজেই। 
অভিনয় করেছেন সপ্তর্ষি সোম চৌধুরী, তমাল চক্রবর্তী, শুভম পাল,
প্রশান্ত নালুই ,সায়ন মুখার্জি ও রাহুল নিজে। 
স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটির 
নেপথ্য সংগীত শিল্পী সায়ন মুখার্জি।
রাহুলের পাশাপাশি ভিডিও এডিটর বিজয় ঘোষ এর একটি বাহবা প্রাপ্য থাকে, কারণ প্রত্যেকের পাঠানো আলাদা আলাদা ভিডিও গুলিকে একত্রিত করে একটি চলচ্চিত্রের রূপান্তর করা খুবই জটিল। 
কৃতিত্ব রয়েছে অভিনেতাদেরও ,কারণ হয়তো কেউ কোনদিন স্বপ্নেও ভাবেননি একটি চলচ্চিত্রের জন্য নিজের ভিডিও নিজেকেই করতে হবে। 
ভিডিও টি মুক্তি পেয়েছে 
am origilan’s entertainment থেকে।
গৃহবন্দী থাকাটাই কিন্তু এই কঠিন পরিস্থিতির সাথে মোকাবিলা করার একমাত্র অস্ত্র। সেই বার্তাই রয়েছে এই ছবিটিতে।

Satkahon Review | গৃহবন্দী

COPYRIGHT © 2020 SATKAHAN

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *