Satkahon Review – আগামী – THE FUTURE – এক জীবনজয়ের গল্প

Satkahon Review - আগামী - THE FUTURE
আগামী-THE FUTURE

Satkahon Review – আগামী – THE FUTURE

মহামারীর করালগ্রাসে ক্ষুধা জর্জরিত বহু মানুষ। তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন অনেকে।

কেউ নিজের জমানো টাকা থেকে অর্থ সাহায্য তুলে দিচ্ছেন কেউ বা কোন নির্দিষ্ট উদ্দেশ্যে তুলে রাখা অর্থে নিজের শখ পূরণ না করে তুলে দিচ্ছেন দুঃস্থ মানুষদের হাতে।

এমনই এক কাহিনী নিয়ে THE EVENTOR এর প্রযোজনায় সম্প্রতি মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘আগামী-The future‘.

ছবির প্রধান দুই চরিত্র মৌ এবং বিপ্লব। তাদের বিয়েকে কেন্দ্র করে এই গল্প। মৌ এবং বিপ্লব একে অপরকে ভালবাসে।কিন্তু ঘটে যায় এক বিপদ।

মৌ জানতে পারে বিয়ের আগেই সে গর্ভবতী।

বিপ্লব কে এ কথা জানিয়ে সে ভ্রূণ হত্যা করতে চায় সামাজিক কলঙ্কের ভয়ে।কিন্তু বিপ্লব বাস্তববাদী, সে লড়াই করতে চায়, কিভাবে পরিবার কে বুঝিয়ে সে মৌ কে বিয়ে করে,এবং বিয়ের টাকায় রাজকীয় উৎসব না করে সেই টাকা তুলে দেয় ত্রাণ রূপে,সেই গল্পই এই ছবির প্রেক্ষাপট।

আগামী-THE FUTURE

ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা অত্যন্ত দক্ষ হাতে নিজেদের মোবাইলেই রেকর্ড করেছেন তাদের যার যার অভিনয়।

কিন্তু ছবিটি এতটাই নিপুণভাবে তৈরি হয়েছে যে তা বোঝার উপায় নেই।

ইতিমধ্যেই ছবিটি Lockdown short film festival 2020 তে নির্বাচিত হয়েছে।

ছবিটিতে অভিনয় করেছেন শুভদীপ ব্যানার্জি,সংগীতা রায় চৌধুরী, অমিত কুমার লাহা, সুমন্ত কুমার ব্যানার্জি, দেবজিৎ বিশ্বাস, বরুণচন্দ্র করাতি, শ্রী রায়।

সামগ্রিক ভাবনা,চিত্রনাট্য, সংলাপ, চিত্র পরিচালনা ও সম্পাদনা সব একা হাতে করেছেন অপু।

সঙ্গীত আয়োজন করেছেন দেবজিৎ দাস। ভাষ্য পাঠে রয়েছেন চন্দন হালদার।

আসুন দেখে নিই আগামী-The eventor

অনেক সময় আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হই যার আগামী বা ভবিষ্যৎ টা হয়তো সমাজ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনা। কিন্তু লড়াইটা পার হয়ে গেলে সেই সমাজই আগামীকে নিয়ে উল্লাস করে। তাই ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আমরা লড়াই করতে পারলে তবেই আমাদের আগামী সুন্দর হবে।

শুভদীপ ব্যানার্জি, অভিনেতা

COPYRIGHT © 2020 SATKAHON

1 thought on “Satkahon Review – আগামী – THE FUTURE – এক জীবনজয়ের গল্প”

  1. Pingback: Satkahon Review - The Eventor এর প্রযোজনায় স্বল্পদৈর্ঘ্যের ছবি SILENCE

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *