Satkahon Review – ২২শে শ্রাবণ | রবিগানে শ্রদ্ধা জানালেন অনিন্দ্য-শেলী

Satkahon Review – ২২শে শ্রাবণ
“হে নতুন দেখা দিক আর বার”
ভাবছেন তো? ২২শে শ্রাবণ প্রসঙ্গে লিখতে বসে কেন হঠাৎ এই গানের কথা বলছি?
কারণ, এই গান কবির লেখা শেষ গান… অনন্তলোকে পারি দেবার আগেই তিনি বলে গেছেন “দেখা দিক আর বার”… ডাক দিয়ে গেছেন নতুনের উদ্দ্যেশে…
তাঁর ৭৯ তম মৃত্যুবার্ষিকীতেও তিনি নবীন, তিনি সহজ, তিনি রয়েছেন সুরে-গানে-প্রানে।
এই ২২শে শ্রাবণ তাঁর সেই নবীনত্বকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে গেলো…
জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনিন্দ্য-শেলী গাইলেন “আজি শ্রাবণ ঘন গহন মোহে”।
কবির প্রিয় ঋতু বর্ষা, যে বৃষ্টিকনার পথ ধরে তিনি অনন্তের পথে যাত্রা করেছেন সেই বৃষ্টির সুরেই কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হল তাঁর সঙ্গীত, তাঁর গানে তাঁকে অঞ্জলি জানিয়ে শ্রাবণধারায় রবিপুজা।
এর আগে কবিগুরুর গান নিয়ে বহু ভিন্নধর্মী পরিবেশনাও করেছেন অনিন্দ্য-শেলী। যেমন তাঁদের “রঙ” নামক অ্যালবামটিতে রয়েছে হিন্দী অনুবাদে কিছু রবীন্দ্রসঙ্গীত।
তাঁদের যৌথসঙ্গীত পরিবেশনায় প্রকাশিত হয়েছে “দুজনে”, “আমরা দুজনা” ইত্যাদি রবিগানের অ্যালবাম।
“শ্রাবন ঘন গহন মোহে” গানটির সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক তাপস দত্ত মার্কো।
গানটির শব্দগ্রহন, মিক্সিং- মাস্টারিং করেছেন গৌতম বসু (Studio Vibrations).
ভিডিও সংযোজনা করেছেন মিল্টন।
গানটি মুক্তি পেয়েছে শ্রীনিবাস মিউজিক ইউ টিউব চ্যানেল থেকে।
মঞ্চ অনুষ্ঠান কিংবা জোড়াসাঁকোয় তাঁর আবক্ষ মূর্তিতে ছাত্রছাত্রীদের মাল্যদান… সবই যেন এখন স্বপ্ন!
তাঁর কথায় … “কুজন হীন কানন ভুমি… দুয়ার দেওয়া সকল ঘরে…”
তবুও কোথাও যেন ফিরে আসার বার্তা রেখে যায় ডিজিটাল অনুষ্ঠান গুলি।
আগামী যে পরিস্থিতিই আনুক না কেন, শিল্পীরা বুঝিয়ে দিয়েছেন সঙ্গীত ছিল-আছে-থাকবে তা যেকোনো মাধ্যমেই হোক না কেন। কোন প্রতিকুলতাতেই বাধা পড়বে না কবিস্মরণে।
Saptarshi Saha | Satkahon
Sincere acknowledgment to Team SATKAHON. Wish them all success in this new endeavor. Keep up the good job. #Anindya-Shelley
Thank you sir.