Satkahon Review | স্বাধীনতার সন্ধানে – শাশ্বত খুনের মামলায় ধরা পড়ল দোষী
Satkahon Review | স্বাধীনতার সন্ধানে
আড্ডা, চা, ভুতের গল্প আর রহস্য। উত্তেজনা ছাড়া বাঙালীর জীবন অসমাপ্ত।
তাই একদিকে যেমন রসিক মনের রসনা মেটাতে সঙ্গীত চর্চা অন্যদিকে ভুত-গোয়েন্দা-আতঙ্ক ও চাই সমান সমান।
তেমনই একজন বাঙালী বিশিষ্ট সরোদ বাদক সৃঞ্জয় মুখার্জী।
সরোদ বা সঙ্গীত জন্ম জন্মান্তরের সঙ্গী হলেও সিনেমা দেখা, আর সিনেমা তৈরি তাঁর স্বপ্ন, তাঁর নেশা। সেই নেশায় এখন বুঁদ আমরাও।
কারণ গত ১৫ আগস্ট তাঁরই সামগ্রিক পরিচালনায় মুক্তি পেয়েছে ‘স্বাধীনতার সন্ধানে’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের রহস্য ছবি, যা ইতিমধ্যেই লক্ষাধিক দর্শকের মন জয় করে ফেলেছে।
মদ্যপ হয়ে রোজ বাড়ি ফেরে শাশ্বত। অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী, একমাত্র কন্যা সন্তান এবং তার মা। দিনের পর দিন স্ত্রী কন্যার গায়ে হাত তোলে সে।
সাথে চলতে থাকে অকথ্য গালিগালাজ । মেয়ের হাজার কাকুতি মিনতিতেও অনুমতি মেলে না নাচের স্কুল যাবার।
হঠাৎই একদিন ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন শাশ্বতকে খুন করা হয়েছে।
বিক্ষিপ্ত সন্দেহের তীর গিয়ে পড়ে ঘরে বাইরে নানা মানুষের উপর।
পুলিশের তদন্ত চলতে থাকে। বয়ানে জানা যায় শাশ্বতর বাবাও এভাবেই মদ্যপ অবস্থায় অত্যাচার চালাতেন তাঁর মায়ের উপর।
এমনকি জানা যায় স্বামীর উপর স্ত্রীর ক্ষোভের কথা।
বাপের বাড়িতে স্বাধীনতা মেলেনি তার। শাশ্বতকে ভরসা করেছিল সে। পালিয়ে বিয়ে করে ভেবেছিল সেই না পাওয়া স্বাধীনতা এবার পাবে।
কিন্তু বিধির পরিহাসে সে অল্পদিনেই জানতে পারে স্বামীর থেকে কোন রকম সহযোগিতাই তার জুটবে না।
তাহলে কি নিজের জীবনের মত বৌমার জীবন হয়ে ওঠায় সেই কষ্ট সহ্য করতে না পেরে মা নিজে খুন করলেন তাঁর সন্তান কে?
নাকি দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে স্ত্রী খুন করলেন তাঁর স্বামীকে?
আসুন দেখেনি শেষ পর্যন্ত কি জানতে পারলো পুলিশ…….
কাহিনী, চিত্রপরিচালনা, সঙ্গীতপরিচালনা, ভিডিও গ্রহন ও ভিডিও সম্পাদনা করেছেন সৃঞ্জয় নিজে।
ভিডিও গ্রহনে সহযোগিতা করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং অমিত মুখার্জী।
সংলাপ রচনা করেছেন ঋষভ ভট্টাচার্য।
অভিনয়ে যারা অংশ গ্রহন করেছেন তাঁদের মধ্যে অভিনয়ের তুলনায় অনেকেই যুক্ত সঙ্গীত জগতের সঙ্গে।
রয়েছেন সুপর্ণা মুখার্জী, সত্যজিত প্রামাণিক, মৃন্ময় দাস, শুভঙ্কর দত্ত, রণিত প্রামাণিক, পৌষালি ভট্টাচার্য, চন্দন মণ্ডল, অতনু মুখার্জী, রুপা দাস, স্নেহা সমাদ্দার, এবং সৃঞ্জয় নিজে।
ইতিমধ্যেই স্বল্পদৈর্ঘ্যের এই ছবিটি ১২ টি ফিল্ম ফেস্টিভ্যালে নির্বাচিত এবং ৫ টি ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে।
সৃঞ্জয় বলেন, “সঙ্গীত আমার জীবনের অঙ্গ আর সিনেমা আমার ভালোলাগা।
প্রথম দিকে অনেকেই সমর্থন করেননি, এবং প্রশ্ন ও তুলেছেন যে সঙ্গীত জগতের একজন হয়ে সিনেমা জগতের আমি কতটুকুই বা বুঝব, এই ছবি মুক্তি পাওয়ার পর দর্শকের আশীর্বাদে আমার প্রতি সেই সংশয় অনেকেরই ঘুচেছে, এটাই আমার সাফল্য।“
ছবিটি মুক্তি পেয়েছে Sarod Music Ventures থেকে।