Satkahon Review – সারেঙ্গাবাদ যজ্ঞেশ্বরী | রবীন্দ্রজয়ন্তী পালন – Satkahon

Satkahon Review – সারেঙ্গাবাদ যজ্ঞেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয়

বিদ্যালয় জীবন যে আমাদের ভিত্তি স্থাপন করে শুধু তাই নয়, বিদ্যালয়ই সিদ্ধান্ত নেয় আগামী দিনে আমরা কোন পথে যেতে চলেছি, কি হবে আমাদের পরিচয়,আমাদের কর্ম। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন সংস্কৃতিচর্চাই কিন্তু আমাদের সামাজিক হতে শেখায়। আমরা একে অপরের সাথে মিশতে শিখি।

সারেঙ্গাবাদ যজ্ঞেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয় সারা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করে। কিন্তু বিদ্যালয় তো বন্ধ। তবে কি থেমে থাকবে রবীন্দ্রজয়ন্তী? না। বিদ্যালয়ের ফেসবুক পেজ থেকেই অনলাইন বিদ্যালয়ের ছাত্রীরা মিলিত ভাবে পালন করেছে এই উৎসব।

‘হে নূতন দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ’ রবিগানে রবিপূজায় ব্রতী ছাত্রীরা নিজেরাই একটি ভিডিও রেকর্ড করে প্রকাশ করেছেন সোশ্যাল সাইটে। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিও।

গৃহবন্দী থেকেও রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের ছাত্রীদের ছোট্ট প্রয়াস ( কিছু মুহূর্ত )

সারেঙ্গাবাদ যজ্ঞেশ্বরী পাঠশালা উচ্চ বালিকা বিদ্যালয় द्वारा इस दिन पोस्ट की गई रविवार, 10 मई 2020
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সংঘমিত্রা মজুমদার

এ প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সংঘমিত্রা মজুমদার বলেন, “ছাত্র-ছাত্রীদের সংস্কৃতিমনস্ক করে তুলতে না পারলে সুশৃংখল সুস্থ মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ নাগরিক গড়ে তুলতে পারব না। সারা বছর এ ধরনের প্রচেষ্টা না থাকলে আমাদের ছাত্র-ছাত্রীরাই বৃহত্তর জগতে প্রবেশ করতে পারবে না ।তাই শিক্ষিকা এবং ছাত্রীদের অদম্য উৎসাহে এবছরও আমাদের সংস্কৃতি তথা রবীন্দ্রচর্চা সমানভাবে উজ্জ্বল

সংগীতশিল্পী অ্যারিনা মুখোপাধ্যায় রায় Satkahon Review - সারেঙ্গাবাদ যজ্ঞেশ্বরী
সংগীতশিল্পী অ্যারিনা মুখোপাধ্যায় রায়

কর্মসূত্রে বিদ্যালয়ের সংগীত শিক্ষিকা তথা সংস্কৃতি জগতের স্বনামধন্য গায়িকা অ্যারিনা মুখোপাধ্যায় রায় বললেন, ” আমি একজন সংস্কৃতি জগতের মানুষ হিসেবে নাচ-গান নাটক এই বিষয়গুলিকে প্রতিটি বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার পক্ষপাতি। আজ এমন সংকটকালেও আমরা অনলাইন বিভিন্ন সোশ্যাল মাধ্যমে রবীন্দ্রজয়ন্তী পালন করছি।সকল শিক্ষিকা ও ছাত্রীদের ভীষণরকম উৎসাহে এই প্রচেষ্টা সফল হয়েছে। সারাদিন পড়াশোনার পাশাপাশি এমন অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ের প্রতি উৎসাহী করে তোলে তাই এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *