Satkahon Review – শীর্ষর নতুন গানে আশার বার্তা ফিরে আসার

Satkahon Review - শীর্ষর নতুন গানে আশার বার্তা
শীর্ষর নতুন গানে আশার বার্তা ফিরে আসার – Satkahon.in

Satkahon Review – শীর্ষর নতুন গানে আশার বার্তা

Music can heal the wounds which medicine cannot touch. – Dr. Debasish Mridha

ড. দেবাশিস মৃধা, আমেরিকার বিখ্যাত চিকিৎসক, দার্শনিক এবং লেখক। তাঁর এই উক্তি সঙ্গীতের ক্ষমতাকে একটি বাক্যে বর্ণনা করার জন্যে যথেষ্ট।

সঙ্গীত আমাদের বাঁচিয়ে রাখে, যেখানে ঔষধ পৌঁছাতে পারে না, গান সেখানে সহজে পৌঁছে যায়।

মহামারী, প্রাকৃতিক বিপর্যয় কিংবা ব্যক্তিগত জীবনের অবসাদে সঙ্গীত আমাদের আশার বার্তা জুগিয়ে এসেছে চিরকাল। ঠিক তেমনই এক আশার বার্তা নিয়ে সঙ্গীতশিল্পী শীর্ষ রায়ের নিবেদন….

আমি ঘুমিয়ে পড়া এ পৃথিবীর কালো আকাশ আলোয় ভরব

আমি আসবো, ভালোবাসব, ফিরে আসবো, ফিরে আসবো...”

সত্যি, আমাদের সুন্দর পৃথিবীর আকাশটা যেন হঠাৎ কালো হয়ে গেছে, একদিকে Corona মহামারী, আম্ফান ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত মানুষের জীবনযাত্রা, অন্যদিকে আবার একের পর এক প্রিয় মানুষদের মৃত্যু শোক, কিংবা ভারত-চীন যুদ্ধ।

এত কষ্টের মধ্যেও শিল্পীরা গান বাঁধছেন, গান গাইছেন, গানে গানে আশার বার্তা ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনে।

আসুন শুনে নেওয়া যাক শীর্ষর গানটি…

শীর্ষর নতুন গানে আশার বার্তা ফিরে আসার – Satkahon.in

শীর্ষ, এই গান প্রসঙ্গে কিছু বলুন…

“Studio Impression এর ইউটিউব চ্যানেল মূলত বাংলা নতুন গানকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য নিয়ে ‘Blue Bell Web Series’ নামে একটি সঙ্গীতধর্মী series এর উপস্থাপনা করে চলেছে বেশ কিছুদিন ধরে। সেই series এর জন্যেই গানটি মূলত ভাবা। প্রথম থেকেই গানটি তৈরি হয়েছিল এই কথা মাথায় রেখে যে এই গান হবে ফিরে আসার গান, এই গানের কথাগুলো হবে এমন মানুষের কথা যে কখনো হারতে শেখেনি, যে কখনো কোন পরিস্থিতিতে পরাজিত হতে জানে না, তা সে নতুন বাংলা গানের দুর্দশার দিনেই হোক বা জীবনের কোনো চরমতম খারাপ অধ্যায়েই হোক। গানটি গাইতে গিয়ে বারবার অনুভব করছিলাম গানের কথাগুলো আমাদের সবার মনে আশার আলো জ্বালবে। আমার মনে হল এই গান মানুষের কাছে পৌঁছানোর জন্য এটাই উপযুক্ত সময়। আর তাই গানটি প্রকাশের জন্য বেছে নেওয়া হলো বিশ্ব সঙ্গীত দিবস ২০২০, এই বিশেষ দিনটি।  

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK

@SATKAHONNEWS/

গানটির কথা লিখেছেন অরিজিৎ ভট্টাচার্য্য (দুষ্টু), সুরারোপ এবং সঙ্গীত পরিচালনা করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

গিটার সঙ্গত করেছেন রাজা চৌধুরী, সঙ্গীতায়োজন করেছেন এম. ভবেশ। মিক্সিং এবং মাস্টারিং করেছেন Chao Bob T. Phukan,

গানটির দৃশ্যায়ন, চিত্রগ্রহন ও ভিডিও সম্পাদনা করেছেন শান্তনু বসু, গানটি মুক্তি পেয়েছে Studio Impression থেকে”

বর্তমানে অনেকেই শিল্পীদের নামের পাশে ‘অমুক খ্যাত’ শব্দটি ব্যবহার করছেন, অনেকেরই মনে হচ্ছে শুধু সঙ্গীতশিল্পী শব্দটি বোধহয় সঙ্গীতশিল্পীদের জন্যে এই যুগে যথেষ্ট নয়, তাঁদের আপনি কি বলবেন?

  “দেখুন, আমার মনে হয়, কোনো কোনো গণমাধ্যম এবং ব্যক্তিবিশেষ তাঁদের ব্যবসায়ীক স্বার্থে এই তকমা ব্যবহার করে থাকেন। আমি মনে করি সঙ্গীতশিল্পীর জনপ্রিয়তার কারণ শুধুমাত্র তার গান। যদিও গণমাধ্যম শিল্পীর গান কে খুব সহজেই পৌঁছে দেয় মানুষের ঘরে ঘরে। তবুও বলব এর জন্য শিল্পীর নামের পাশে ‘অমুক  খ্যাত’ তকমা জুড়ে দাওয়া অনুচিত, এটাকে আমি একেবারেই সমর্থন করি না। ছোটবেলা থেকে আমরা বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে যাঁদের গান শুনে বড় হয়েছি তাঁরা কিন্তু কখনোই নামের পাশে ‘অমুক খ্যাত’ কথাটি ব্যবহার করেননি। বিভিন্ন মাধ্যম থেকে ভালো ভালো শিল্পী উঠে আসছেন, শিল্পীরা না চাইলেও তাঁরা ভীষণভাবে শ্রেণী বিভাজনের শিকার হচ্ছেন। এমনটা কখনোই কাম্য নয়।”

নতুন গানের জন্যে কিছু কথা শুনতে চাই…

  “গান আমার ভালোবাসা, নেশা ও পেশা। আমি দুবার চাকরিতে ইস্তফা দিয়েছি শুধুমাত্র গান গাইবার জন্য এবং গানকে আরও বেশি করে সময় দেওয়ার জন্য। তাই নতুন হোক বা পুরনো, গান নিয়ে জীবনের এই চলা অব্যাহত থাকবেই। নতুন বাংলা গানের সাথে সব সময় আছি। তাই সুযোগ পেলেই আবারও নতুন বাংলা গান নিয়ে আসব। শ্রোতাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারাও নতুন বাংলা গানের পাশে থাকুন, আরো বেশি করে নতুন বাংলা গান শুনুন। আপনাদের আন্তরিক সহযোগিতায় এবং সমর্থনে বাংলা গানের শিল্পীরা বাঁচার স্বপ্ন দেখবে, বারবার সৃষ্টি হবে নতুন বাংলা গান। তবেই তো বাংলা গানের ঐতিহ্য স্বমহিমায় উজ্জ্বল হয়ে থাকবে।”

Satkahon Review - শীর্ষর নতুন গানে আশার বার্তা
শীর্ষর নতুন গানে আশার বার্তা ফিরে আসার – Satkahon.in

শীর্ষর গান আবারও প্রমান করল, সব হারিয়ে ফেলার পরেও ফিরে আসা যায়,আঁধার পেরিয়ে সাগর থেকে সূর্যের মত উঠে আসা যায় নতুন আশার আলো নিয়ে।

মানব হৃদয়ের ক্ষত সারিয়ে তুলতে সঙ্গীতের এই ধ্রুব ক্ষমতা সত্যিই অনস্বীকার্য।

Saptarshi saha | Satkahon

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *