Satkahon Review – রম্যবীণা বাজবেই,সময় যতই কঠিন হোক – Satkahon
Satkahon Review – রম্যবীণা বাজবেই
” নিশি-আঁধার মাঝে রম্যবীণা বাজে
বাজে বাজে রম্যবীণা বাজে…”
ঘোর দুর্দিন, ঘরবন্দী মানুষের নিশি আঁধারের জীবন চলছে, কিন্তু আমরা যারা রবি ঠাকুরের দলের লোকজন তারা যে এই নিশি আঁধারের মাঝেও রম্যবীণায় ঝংকার তুলবো এমনটাই স্বাভাবিক,কারণ এমনটাই তিনি শিখিয়েছেন আমাদের।
সেই রম্যবীণার ঝংকারেই দক্ষিণীর ১২ জন প্রতিষ্ঠিত শিল্পীর মিলিত কণ্ঠে ধ্বনিত হল রবীন্দ্রসংগীত ‘বাজে বাজে রম্যবীণা‘ । তাঁরা জানিয়েছেন “আমাদের অভিভাবককে জন্মদিনের প্রণাম” । বাঙালি দেশে থাকুক বা বিদেশে, রবীন্দ্রনাথ যে সর্বত্রই হৃদয়ের একটা বিশাল অংশ জুড়ে রয়েছেন এই গান যেন তারই প্রতিচ্ছবি।
কণ্ঠসংগীতে রয়েছেন অঙ্কিতা ঘোষ,সোমঋতা সাহা,অরুন্ধুতী গুহ ঠাকুরতা,সোমদত্তা চৌধুরী,শ্রবণা মুখার্জি,দেবলীনা ভট্টাচার্য দোয়েল,শুভজিৎ চক্রবর্তী,দীপাঞ্জন পাল,প্রত্যয় রাহা, অঞ্জিষ্ণু চৌধুরী,নীলাঞ্জন চ্যাটার্জী ও বল্লরী ভৌমিক।
মূল গানটি শুরু হবার আগে একটি অসাধারণ নৃত্য পরিবেশন করেছেন দেবলীনা কুমার। সমগ্র গানটির পরিচালনা করেছেন সোমঋতা। সঙ্গীতায়োজন, শব্দ প্রক্ষেপণ এবং ভিডিও সম্পাদনা করেছেন স্নেহজিৎ রায়।
কর্মজীবন বাধা হয়ে দাঁড়ায় দীর্ঘদিনের বন্ধুত্বে। দক্ষিণীর এই শিল্পীদের ক্ষেত্রেও কিন্তু তাই। কেউ থাকেন মুর্শিদাবাদ,কেউ থাকেন কলকাতায়,কেউ হায়দ্রাবাদ,মুম্বাই,চেন্নাই,পুনে,কেউবা পোর্টসমাউথ। কিন্তু মনে মনে কেউ আলাদা হয়ে যেতে পারেন না যতক্ষণ রবীন্দ্রনাথ আছেন আমাদের সাথে। তারই প্রমাণ রেখেছেন তাঁরা তাঁদের এই গানে।
শুনে নেওয়া যাক সেই গান
সোমঋতা জানান, “দক্ষিণীতে শিক্ষাকালীন আমাদের সকলের মধ্যে এক অপার বন্ধুত্ব ছিল। কর্মসূত্রে আলাদা হয়ে যেতে হলেও আমাদের যোগাযোগ ছিল,কিন্তু একসাথে গান গাওয়া হয়নি অনেকদিন। বন্ধু সোমদত্তা আমাকে জানায় একসাথে গান গাইবার এই উদ্যোগের কথা। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তাই আমরা ঠিক করি কবিগুরুর উদ্দেশ্যে আমাদের একত্র কন্ঠে গান গেয়ে শ্রদ্ধা নিবেদন করব। আমার স্বামী স্নেহজিৎ কে এ কথা বলায়, ও ভীষণভাবে উৎসাহিত হয়ে পড়ে কারণ ও নিজেও শব্দ প্রক্ষেপণ,ভিডিও সম্পাদনা এবং সঙ্গীতায়োজনে দক্ষ। কাজটি পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে ঠিকই তবে আমাদের মধ্যে ছিল উৎসাহের এক অপার শক্তি। আগামী দিনেও এই ধরনের কাজ হবে বলে আমি আশা রাখি কারণ এই কঠিন সময় প্রমাণ করে দিল দূরে থেকেও আমরা রবি গানে মেতে উঠতে পারি, দূরে থেকেও আমরা গানে গানে একে অপরের কাছাকাছি থাকতে পারি।” (ছবিতে সোমঋতা ও স্নেহজিৎ)
গৃহবন্দী জীবনের অচলায়তন যতই আমাদের কঠিন কঠিন পরীক্ষা নিক না কেন মনের জানলা খুলে রবীন্দ্রনাথের আসার পথ আমরা ঠিকই করে নেব, তারই প্রমাণ রেখেছেন ‘বাজে বাজে রম্যবীণা’ গানটির শিল্পীবৃন্দ। গানটি মুক্তি পেয়েছে সুরকাহন থেকে।
COPYRIGHT © 2020 SATKAHON
Pingback: আন্তরজালে অন্তরের গান নিয়ে আসছেন প্রবুদ্ধ রাহা -Satkahon.in
Pingback: Satkahon Review -জাগাও সুধারবে | প্রযোজনায় আবহমান - Satkahon