Satkahon Review – মেখলার গানে ভাবনারা এলোমেলো, আড্ডায় বন্ধুরা
Satkahon Review – মেখলার গানে ভাবনারা এলোমেলো
“আজ ভাবনা গুলো হঠাৎ এলোমেলো”
মেখলা দাশগুপ্তের মিষ্টি কণ্ঠে এই গান বাঙালীর প্রায় দম বন্ধ হতে বসা জীবনে স্বস্তির নিশ্বাস এনে দিলো।
এক ঝাঁক তারকা তার গান জুড়ে, বন্ধুদের এক হতে দেখে শুধু কান নয়, চোখেরাও যেন শান্তি পেলো।
‘বন্ধু’ শব্দটা বোধহয় আমাদের শব্দকোষের শ্রেষ্ঠ শব্দ কারন বন্ধু ছাড়া মনের কথা শুনবে কে?
লকডাউনে বেশ কিছু Collaboration song হলেও Collaborate video কিন্তু প্রথমবার উপহার দিলো মেখলা।
যেখানে গানে গলা না মেলালেও হাতে হাত মিলিয়েছে অনেকে।
মেখলার সাথে এই ভিডিওতে রয়েছেন অর্কপ্রভ,দুর্নিবার,মীনাক্ষি,ঊর্মি,স্বরুপ,তীর্থ,অতসী,ঋষি,পিউ,কৌস্তভ,শুভদীপ,মিমি,রাই,সুমেধা,চন্দ্রদীপ,কৌশিক।
জানি, আমার লেখা পড়তে আপনাদের একদম ভালো লাগছে না, ঠিক আছে, ঠিক আছে, মেখলা কি বলল বলছি, তার আগে আসুন গানটা শুনে নিই আরও একবার…
“গান টা প্রথমবার শুনেই আমার মনে হয়েছিল Rooftop café তে shoot করব, সেই মত Deck 88 টা পছন্দ হয়, Shooting এর Call time ছিল ভোর ৫ টা, সবাই কে সেই সময় এক জায়গায় পাওয়া খুব মুশকিল ছিল, কিন্তু সবাই ভালোবেসে কথা রেখেছে। যিনি Shoot করেছিলেন, ওনারই Edit করার কথা ছিল, কিন্তু ওনার কোন কারণে সময় হচ্ছিল না, পবিত্র দা খুব সুন্দর Edit করেছে” – মেখলা
বেশ মিষ্টি একটা দৃশ্যায়ন গানের, সব বন্ধুরা মিলে গানে আড্ডায় এক দারুণ মুহূর্ত একসাথে, সব ভাবনাটাই কিন্তু মেখলার…
“আমি যতবার CCD (café coffee day) তে গেছি, দেখেছি কোন একজন Director বসে আছেন আর Coffee এর পর Coffee খেয়ে যাচ্ছেন, হয়ত নীরবতায় গল্প নিয়ে ভাবতে সুবিধা হয়, তখনই আমি ভেবেছিলাম এইরকম Café এর পরিবেশে এক জায়গায় বন্ধুরা মজা করছে,অন্য এক দিকে কেউ বা প্রেম করছে, আবার কোন কোনায় বসে কোন Director নিজের কাজ করছে, এই আনন্দঘন মুহূর্ত গুলো কে আমার গানে রাখব। আমার গান ‘অসময়ি বৃষ্টি’-র চিত্রগ্রহণ করেছিল স্বরুপ দা, আমার ইচ্ছে ছিল স্বরুপদা কে ক্যামেরার সামনে আনব, তাই এই গানে Director এর চরিত্র টা স্বরুপ দা-ই করেছে” – মেখলা
গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন শুভজিৎ দেব,সঙ্গীতায়োজন করেছেন শুভদীপ সরকার,শব্দ প্রক্ষেপন করেছেন অমিত চ্যাটার্জী.
গানে গিটার ও উকুলেলে সঙ্গত করেছেন রাজা চৌধুরী, হারমোনিকা শুভ্রনীল সরকার.
সম্পূর্ণ গানের রেকর্ডিং করেছেন তরুন দাস (Studio Violina), চিত্রগ্রহণ সায়ক চক্রবর্তী, ভিডিও সম্পাদনা করেছেন পবিত্র জানা।
আর মেখলা কে সুন্দর করে সাজিয়ে তুলেছেন যারা তারা হলেন চন্দ্রদীপ চক্রবর্তী ও কৌশিক শাউ।
আগামী দিনে কি কি কাজ আসছে মেখলার, নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে? মেখলা বলল,
“যেহেতু এই বছরে Lockdown বা Corona Virus এর এই মহামারীর প্রকোপে আমাদের মঞ্চ অনুষ্ঠান গুলো বেশ কমই থাকবে তাই ইচ্ছে আছে কিছু গান Digitally release করার। ইন্দ্রদীপ দা, রনজয় ভট্টাচার্য, বিশ্বরূপ ঘোষ দস্তিদার অনেকের সাথে এর মধ্যেই কাজ করেছি, সেই গান গুলো ও আসতে চলেছে। সকল শ্রোতা বন্ধুর থেকে একটাই আশা করব, আমি যেমন সততা আর ভালোবাসা দিয়ে কাজ করি, তেমনই যেন আমার গান সবাই ভালোবেসে শোনেন আর সকলের মধ্যে পৌঁছে দেন”
সুর,কথা, যন্ত্রানুসঙ্গ সব মিলিয়ে গান এবং বন্ধুদের আনন্দ মুহূর্তের এই মিষ্টি দৃশ্যায়নকে যে শ্রোতারা ১০ এ ১০ দিচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না।
আর Nepotism অর্থাৎ স্বজনপোষণ নিয়ে যখন আপামর ভারতবাসী আলোচনায় মগ্ন, তখন মেখলা ও তার বন্ধুরা তথা স্বজনেরা বুঝিয়ে দিলো, তারকারা কিন্তু শুধুই তারকা নয় আমার আপনার মত তারাও ‘বন্ধু’। আমরা যদি সবাই এভাবে মিলে মিশে থাকি তাহলে কোনো নেপোয় আমাদের কিসসুটি করতে পারবে না।
SAPTARSHI SAHA | SATKAHON
COPYRIGHT © 2020 SATKAHON
Excellent . It is going for super hit.
Excellent . It is going for super hit.
মেখলার গলা যেন শিবাজীর তরবারি।