Satkahon Review – মীর – ‘সময়’ এর অবতারে সকাল ম্যান
Satkahon Review – মীর – ‘সময়’ এর অবতারে সকাল ম্যান
Covid-19 এর ফলে বন্ধ বিশ্ব চলাচল। বন্ধ ভ্রমনপিপাসু বাঙালীর বেড়াতে যাওয়া। ঘরে বসে শুধু মৃত্যু সংবাদ। তবে, ভারাক্রান্ত মনে একটু হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করছেন শিল্পীকূল। ঠিক তেমনি ‘সময়’-এর এক নতুন অবতারে হাজির হলেন কৌতুকপ্রিয় বাঙ্গালীর স্বস্তির নিশ্বাস মীর।
ভোজন ও রসিকতা যেখানে দাঁড়িপাল্লায় সমান সমান সেইরকম একটি অনুষ্ঠান “ফুডকা”। সেই ‘ফুডকা সিরিজ’ এই মুক্তি পেয়েছে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘GRUB NE BANA DI JODI’. অভিনয় করেছেন মীর, ফুডকা ইন্দ্রজিত লাহিড়ী এবং চার দম্পতি।
কাহিনীতে মূল চরিত্র ‘সময়’।একদিকে চলছে লক ডাউন, অন্যদিকে বাড়িতে বন্দী স্বামী-স্ত্রীর মধ্যে পাল্লা দিয়ে চলছে অশান্তি।হঠাৎ আবির্ভাব ঘটে ‘সময়’ এর। সময় এই ৪ দম্পতি কে ৪ টি বিশেষ পদ রান্না করতে আদেশ করে,সাথে সময়ের বন্ধু ফুড মিনিস্টার ‘ফুডকা’। সময় বলে, যদি রান্না করা খাবার গুলো খেয়ে তাঁর ভালো লাগে তাহলে সময়ের এই দুর্বিপাক যাবে সরে। দম্পতিরা ঝগড়া-ঝাটি ভুলে রান্নার কাজ শুরু করে দেয়।
তারপর? তারা কি পারলো সময় কে খুশি করতে? আসুন দেখে নিই…
একসাথে আনন্দে থাকা, একে অপরের কাজে সাধ্যমত সাহায্য করা আমাদের দায়িত্ব। সময় আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে চলেছে। একে অপরের পাশে থাকলে সেই কঠিন সময় ও হাসতে হাসতে পেরিয়ে যাবে। রান্নার অছিলায় কাটানো একে অপরের সাথে কিছু আনন্দ মুহূর্ত ভীষণ দামী।সেই কথাই মনে করিয়ে দিলো ‘সময়’।
মূল ভাবনা ও পরিচালনা করেছেন সত্রাজিত সেন। ভিডিও সম্পাদনা ও আবহ আদিত্য সেনগুপ্ত। কাহিনী, চিত্রনাট্য ও সঙ্গীত রচনা করেছেন সম্রাট মুখার্জি। সম্রাটের গানে সুর দিয়েছেন দীপ্তার্ক বসু। এবং গানটি গেয়েছেন লগ্নজিতা।
COPYRIGHT © 2020 SATKAHON
লকডাউনে আমিও রান্না করেছি ।। মির দা আমাকেও তো সঙ্গে নিতে পারতে ।। মির দা অনেক ভালোবাসা ।। আর অনেক ভালোবাসা সাত কাহন কেও।।