SATKAHON REVIEW – মধ্যমগ্রামে শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান
SATKAHON REVIEW – মধ্যমগ্রামে শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি
সম্প্রতি মধ্যমগ্রামের নজরুল শতবার্ষিকী সদনে হয়ে গেল একটি মনোজ্ঞ শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠান।
৭ই জানুয়ারি অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন আর্শিয়া ইভেন্ট এবং রসন পিয়া মিউজিক ফাউন্ডেশন।
আর্শিয়া ও রসন পিয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল.
আর্শিয়া ইভেন্টের কর্ণধার শ্রীমতি নুপুর সাহা জানালেন, তিনি এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন ২০১৮ সালে।
তারপর থেকে তিনি আয়োজন করেছেন বহু অনুষ্ঠান, বিভিন্ন কোম্পানির ইভেন্ট এবং টক শো।
বিভিন্ন গুনী শিল্পীদের সাথে তিনি কাজ করেছেন ইতিমধ্যেই।
সেদিনের অনুষ্ঠানটি মূলত ছিল ক্লাসিক্যাল , সেমি ক্লাসিক্যাল এবং গজলের।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন মাননীয় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান শ্রী নিমাই ঘোষ মহাশয়।
নিমাই ঘোষ মহাশয় জানালেন, তিনি ভীষণ আনন্দিত এবং খুশি যে মধ্যমগ্রামে এরকম একটি উচ্চমানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ধন্যবাদ জানালেন অনুষ্ঠান আয়োজক নুপুর সাহাকে এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য। বললেন, বর্তমানে এইরকম অনুষ্ঠান ভীষণ ভাবে প্রয়োজন।
তিনি সবসময় এরকম অনুষ্ঠানের পক্ষে এবং ভবিষ্যতেও সব রকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
এই অনুষ্ঠানের আরো এক কর্ণধার শ্রীমতি অমৃতা চ্যাটার্জী।বর্তমানে তিনি মুম্বাই নিবাসী।
তিনিও ইতিমধ্যে গানের জগতে স্বনামধন্যা ..
বললেন, গানের জগতে একটু সিনিয়র হওয়ার দৌলতে এরকম ধরনের অনুষ্ঠান করার করার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ এবং প্রত্যেক সিনিয়র আর্টিষ্টদের এইরকম ধরনের অনুষ্ঠান করতে এগিয়ে আসাই উচিত বলে তিনি মনে করেন।
তিনি আরও বললেন, যারা তাঁদের থেকে ছোট, গান-বাজনা করছে, তাদের পাশে এভাবেই দাঁড়াতে হবে।
আগামীকে এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়া তাঁদের কর্তব্য।
অনুষ্ঠানের প্রথমার্ধে ছিল শ্রী সিরাজ আলী খান সাহেবের একক সরোদ বাদন। ওনাকে যথাযথভাবে তবলায় সঙ্গত করেন শ্রী বিল্লাল খান সলাম্ভি।
এরপর রাগাশ্রিত সেমি ক্ল্যাসিক্যাল গান পরিবেশন করেন শ্রীমতি রাগেশ্রী দাস।
তাঁর সাথে তবলায় ছিলেন পন্ডিত পরিমল চক্রবর্তী , সারেঙ্গীতে শ্রী আল্লারাখা কলাবন্ত, হারমোনিয়ামে শ্রী গৌরব চ্যাটার্জী।
অনুষ্ঠানের শেষার্ধে গজল পরিবেশন করলেন শ্রীমতি অমৃতা চ্যাটার্জী।
ওনার সাথে তবলায় ছিলেন শ্রী সুভাষ পাল, কিবোর্ডে ছিলেন অভিষেক চক্রবর্তী, ভায়োলিনে ছিলেন সন্দীপন গাঙ্গুলী এবং অক্টোপ্যাডে ছিলেন মনোমিত রায়।
সবশেষে আর্শিয়ার কর্ণধার শ্রীমতি নূপুর সাহা বলেন, যে তাঁরা আগামী দিনে আরও নানা রকমের সাঙ্গীতিক অনুষ্ঠানের পরিকল্পনা ইতিমধ্যেই করেছেন।
নতুন বছরের শুরুতে এমন অনুষ্ঠানে সাফল্য পেয়ে তাঁরা আরো আশাবাদী যে এমন বেশ কয়েকটি অনুষ্ঠান এ বছর মানুষকে উপহার দিতে পারবেন।