Satkahon Review – বন্ধু এসো -আজ যুদ্ধে বাড়াই হাত | গৌরবের নতুন গান

Satkahon Review - বন্ধু এসো

Satkahon Review – বন্ধু এসো

একদিকে COVID-19 যুদ্ধে লড়ছেন ডাক্তার,স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে সামাজিক কর্মীরা অন্যদিকে আপামর শিল্পী সমাজ।
নিজের জীবনকে বাজি রেখে এই যুদ্ধে যেসব মানুষ প্রত্যক্ষভাবে লড়াই করছেন তাদের সম্মান জানাতেই কখনো গানে কখনো কবিতায় সোচ্চার হচ্ছেন শিল্পীবৃন্দ।

এ প্রজন্মের একজন প্রতিষ্ঠিত ও অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী গৌরব সরকার।এই গৃহবন্দী সময়ের মধ্যেই তিনি বেশ কিছু গান উপহার দিয়েছেন আমাদের। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মানুষে মানুষে সচেতনতার বার্তা পৌঁছে দিতে তাঁর নতুন গান “বন্ধু এসো”

খুবই সাধারণ ও সহজ কথায়, সুরে অসামান্য এই গানটি রচনা করেছেন সৈকত চট্টোপাধ্যায়।

“এ লড়াই নয় ঢাল তরোয়াল নেই মিসাইল বাজি
বায়োকেমিক্যাল দূষণ মুখর চৈনিক কারসাজি”


জীবনমুখী বাংলা গান গুলিতে আমরা প্রত্যক্ষ প্রতিবাদের যে ছোঁয়া পাই সৈকত চট্টোপাধ্যায়ের গানটিতে সেই স্পর্শ ফিরে পেলাম। একদিকে সামাজিক সচেতনতা, অন্যদিকে কিছু সত্যি কথা গানে গানে বলে দিয়েছেন তিনি। মিলিতভাবে গানটির সংগীতায়োজন করেছেন সৈকত চট্টোপাধ্যায় ও মৃনাল চক্রবর্তী। শব্দপ্রক্ষেপণ করেছেন নীলাঞ্জন ঘোষ।

আসুন শুনে নিই সেই গানটি

“বন্ধু এসো, আজ যুদ্ধে বাড়াই হাত
যত্নে থেকো,যাক করোনা নিপাত”

ভিডিওটিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন গৌরব এবং এটি সম্পাদনা করেছেন অনীথ চক্রবর্তী। ইউটিউব ছাড়াও ১৭ই মে গানটি মুক্তি পেয়েছে গৌরব এর নিজস্ব ফেসবুক পেজ থেকে। এবং গত দু’দিনেই গানটি সহস্র দর্শক শ্রোতার মন জয় করেছে।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *