Satkahon Review – প্রিয়তম হে-অভিষেক চট্টোপাধ্যায়ের কাহিনী ও পরিচালনায়
Satkahon Review – প্রিয়তম হে | মুক্তি পেলো অভিষেক চট্টোপাধ্যায়ের কাহিনী ও পরিচালনায়
নারী জীবন এমন এক জীবন যেখানে মন-মস্তিস্কের দ্বন্দ্ব অবিরত।
কেউ কেউ সমাজ-নিয়ম-সময়কে মেনে নিয়ে মনের বিসর্জন দিয়ে আসে কপালে সিন্দুর পরার সাথে সাথে… আর কেউ কেউ দিনের পর দিন বুকের মধ্যে অর্ধমৃত মন নিয়ে বাঁচতে না পেরে সমাজ-নিয়ম ভুলে ডানা মেলে খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।
তেমনই দুই নারীর জীবন নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি মুক্তি পেয়েছে। ছবি নাম “প্রিয়তম হে”
দুই বন্ধুর একদিনের কথোপকথন তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। দুজনেই রবিঠাকুরের গান গেয়ে বড় হয়েছে, একসাথে ২৫শে বৈশাখ, ২২শে শ্রাবণ পালন করেছে নাচে গানে উৎসবে।তাই রবিঠাকুর তাঁদের জীবন সেতু।
বয়স বাড়ে, সমাজের নিয়ম মেনেই বিয়ে হয় দুজনের। দেখা সাক্ষাৎ না হলেও ফোনে কথা চলতে থাকে।
২২শে শ্রাবণের এক দিনে মনিদীপা জানায় তার বন্ধু সৃজাকে যে সে তার সংসার ছেড়ে চলে এসেছে। অন্য দিকে সংসারের কাজে ব্যস্ত, নিজের ইচ্ছে ভুলে সব মানিয়ে নিয়ে চলা মেয়ে সৃজা অবাক হয়।
বন্ধুকে বোঝাতে থাকে সে…সারাদিনের সংসার সামলানোর গল্পে উঠে আসে তার গান ভোলা জীবনের গল্প… মনের কষ্ট…
দুই নারীর এই গল্প …যেন খাঁচার পাখি আর বনের পাখির মনের কথা…
আসুন দেখে নিই সেই কাহিনী… হয়ত কোথাও আপনার সাথেই মিলে যাবে তাঁদের একজনের জীবন….
কাহিনীর মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী মনস্বিতা ঠাকুর এবং ইন্দিরা ভট্টাচার্য। ছবিতে সঙ্গীত পরিবেশন করেছেন তাঁরাই। এছাড়া অভিনয় করেছেন কাশ্মীরা ভট্টাচার্য, মমতা ঠাকুর, এবং পদ্ম ভট্টাচার্য।
ধ্বনিসৃজন, সঙ্গীতায়োজন, শব্দ প্রক্ষেপন ও মিশ্রন করেছেন দেবজ্যোতি নাগ।
‘ও মেয়ে তোর এই তো ঘর’ – কবিতাটি আবৃত্তি করেছেন দেবশ্রী গুপ্ত।
ছবিটি সম্পাদনা করেছেন দিব্যেন্দু মজুমদার।
কাহিনী, চিত্রনাট্য, সংলাপ, সঙ্গীত প্রযোজনা ও পরিচালনা করেছেন অভিষেক চট্টোপাধ্যায়।
ছবি প্রসঙ্গে অভিষেক চট্টোপাধ্যায় বলেন,
“কোন এক ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে যে এই ছবি তৈরি করেছি এমন নয়। আমাদের চারপাশে অনেক নারীজীবনে এই গল্প ছড়িয়ে রয়েছে।এই গল্পে দুই বন্ধুর জীবন এক সুত্রে বেঁধেছেন রবিঠাকুর। তাই ২২শে শ্রাবণকে কেন্দ্র করে দুই নারী জীবনের বিরহ ব্যথার রোজনামচা আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ছবিতে।“
বিভিন্ন সংবাদ পত্রে লেখালেখির পাশাপাশি গানও লেখেন অভিষেক। আগামী দিনে তিনি একজন চিত্রপরিচালক হয়ে উঠতে চান তিনি।
‘প্রিয়তম হে’ ছবিটি মুক্তি পেয়েছে Addazone You tube Channel থেকে।
Sneha Das | Satkahon