Satkahon Review – নতুন বাংলা গান, কণ্ঠে সংগীতশিল্পী দেবমাল্য চট্টোপাধ্যায়
Satkahon Review – নতুন বাংলা গান
স্বনামধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্দনা সিংহের সুযোগ্য উত্তরসূরী, শ্রদ্ধেয় সংগীতশিল্পী শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্র দেবমাল্য চট্টোপাধ্যায়।
হেমন্ত মুখোপাধ্যায় পরিচালনায় তিনি গান গেয়েছেন ছোটবেলায়।
এছাড়াও ১৯৮৭ সাল থেকে পেশাগত ভাবে সঙ্গীতকে গ্রহন করার পর দেশে বিদেশে একাধিক বার অংশগ্রহন করেছেন নানা অনুষ্ঠানে।
তাঁর কণ্ঠে বেশ কিছু দিন আগেই মুক্তি পেয়েছে দুটি বাংলা আধুনিক গান।
মা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও সব ধরনের গান শোনা পছন্দ করতেন তাই ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের গান শুনে ও শিখে বড় হয়েছেন তিনি।
যদিও পরবর্তীকালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা গান নিয়েই পড়াশুনা করেন তিনি।
দেবমাল্য জানান, ফেসবুক মাধ্যমে দেখেছি তোমায় গানটি প্রকাশিত হবার পরই তা প্রায় আড়াই লক্ষ মানুষের মন জয় করে।
পরে গান গুলি ইউ টিউবেও দেওয়া হয়।“
এই গান তৈরি প্রসঙ্গে তিনি বলেন,
“আজকাল শিল্পীদের নতুন গানের অ্যালবাম তৈরির জন্যে কোন মিউজিক কোম্পানি আমন্ত্রন জানান না, নিজের খরচাতেই শিল্পীদের গান করতে হয়। যারা ভিডিও করেছিলেন তাঁদের কাজের কিছু অংশ আমার ভালো লাগেনি তাই নিজেই মন্দারমনি গিয়ে মোবাইলে শুটিং করি। খুবই ঘরোয়া ভাবে কাজ করেছি তা সত্ত্বেও মানুষ আমার গান কে ভালবেসেছেন। আসলে আমি মনে করি গানের দৃশ্যায়ন অবশ্যই সুন্দর হওয়া প্রয়োজন কিন্তু সর্বোপরি গান টা ভালো হতে হবে। নইলে কিন্তু মানুষ শুনবেন না।“
“দেখেছি তোমায়” এবং “কি যে খুঁজি” গান দুটির সুর করেছেন দেব গৌতম এবং গানের শব্দরচনা করেছেন অভিজিৎ চৌধুরী।
আগামী দিনে আবার আমরা নতুন গান কবে পেতে চলেছি?
“সঙ্গীত জীবনের ৩২ বছরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি, সেই কিছু মধুর কিছু তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, অনেক শিল্পীই নিজের প্রচার নিজে সেভাবে করতে পারেন না তাই তাঁরা সঠিক মর্যাদাটাও পান না।আসলে বাঙালী বড্ড তাড়াতাড়ি প্রতিযোগিতায় নেমে যাচ্ছে। আমার মনে হয় প্রকৃত সংগীতশিল্পী হতে গেলে সাধনা করতে হবে কারণ সঙ্গীত সাধনার বিষয় ও গুরুমুখী । আর, নতুন গান গাইতে ভীষণ ইচ্ছে করে,কিন্তু নতুন গান থেকে রেভিনিউ পাওয়ার সম্ভাবনা খুবই স্বল্প,নিজের খরচায় একটি গান তৈরি করে আর্থিক ভাবে সেই গান থেকে আমি কিছু সাহায্য পাব না। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে মঞ্চ অনুষ্ঠান একেবারেই বন্ধ। সব মিলিয়ে ঠিক সাহস পাচ্ছি না বলতে পারো, তবে আমার শ্রোতারা যারা আমাকে ভালবাসেন আমার গান ভালবাসেন তাঁদের জন্যে আগামী দিনে নিশ্চয়ই কোন ভালো কাজ আসবে এটুকু আশ্বাস দিতে পারি।“
COPYRIGHT © 2020 SATKAHON
তুমি আমার বরাবরের প্রিয় শিল্পী। তাই তোমাকে বারবার চেষ্টা করেছি কালচারাল কয়ার হাওড়ার ২৫শে বৈশাখে আনতে । আমি আশাবাদী তাই আবারও তোমাকে আনতে পারবো এই আশা রাখি । অসাধারণ লাগলো তোমার গান।