Satkahon Review – নতুন জগত মুক্তি পেল রাহুল দত্তের পরিচালনায়
Satkahon Review – নতুন জগত
গত 29মে am original’s entertainment থেকে প্রকাশিত হয়েছে ‘নতুন জগত‘ নামে একটি সচেতনতামূলক স্বল্পদৈর্ঘ্যের ছবি।
ছবিটির কাহিনী, দৃশ্যায়ন,পরিচালনা এবং চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক রাহুল দত্ত।
ইতিমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত বহু মানুষ, কিন্তু সেই তুলনায় সচেতনতা লক্ষ্য করা যায়নি।
নিয়মিত বাজারে জটলা কিংবা অনৈতিক দাম নিয়ে বিপদের সম্মুখীন অনেকেই।
বিভিন্ন মানুষ দুস্থদের সাহায্যার্থে এগিয়ে এলেও, “দান করে মান পাবো” এই চিন্তাধারায় বিশ্বাসী। তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তারা সেই দানের বা সাহায্যের ছবি প্রকাশ করেছেন।
ক্ষতিগ্রস্ত মধ্যবিত্ত বাঙালি যাঁরা এমনিতেই হাত পেতে খেতে দ্বিধা করেন তাঁরা পড়েছেন লজ্জায়। এই নিয়েই ছবির গল্প।
ছবিটিতে মধ্যবিত্ত সমাজের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়েছে তো বটেই এছাড়াও রয়েছে সচেতনতার বার্তা।
তাই দেরি না করে আসুন দেখে নেওয়া যাক ছোট্ট এই ছবিটি।
অভিনয়ে অংশগ্রহণ করেছেন ঋত্বিক দাস শর্মা, প্রশান্ত নালুই, ও শুভম পাল।
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন অমিত মিত্র। এবং শব্দ প্রক্ষেপণ ও সংগীতায়োজন করেছেন শুভব্রত সাহা।
সম্পূর্ণ ভিডিও টি সম্পাদনা করেছেন শুভম পাল। পোস্টার তৈরি করেছেন বিজয় ঘোষ।
আশা করা যায় আগামী দিনে এই ছবিটির বার্তায় মানুষ তার খারাপ দিকগুলো ভুলে সততার এক নতুন জগত তৈরি করবে।
Satkahon Review – নতুন জগত
পড়ুন সাতকাহন : বাংলা ভাষা,বাংলা সংস্কৃতির মধ্যে থেকেও আমরা বাংলার মানুষকে বা সংস্কৃতিকে কতটুকু জেনেছি ? অনেক গুণী ব্যক্তিদের জীবন কাহিনী আমাদের অনেকেরই অজানা। সাতকাহন সেই বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে আজ আপনাদের দরবারে।শুধু তাই নয় বাংলায় এমন অনেক কাজ হচ্ছে বা এমন অনেক নতুন প্রতিভা রয়েছে যারা প্রচারের অভাবে সামনে আসতে পারছে না। সাতকাহন তাদের জন্য একটা বড় জায়গা রেখেছে এই নিউজ পোর্টালে।বাংলা সংস্কৃতি বিকশিত হোক, পুরাতনকে সমাদর করার পাশাপাশি নতুন কেও বরণ করে নেওয়া হোক সমান ভালবাসায়। এই অঙ্গীকার নিয়েই সাতকাহনের জয়যাত্রা।
COPYRIGHT © 2020 SATKAHON
It is really a massage for our society
Pingback: Satkahon Review | গৃহবন্দী - আমাদের জীবন,আমাদের গল্প - Satkahon