Satkahon Review – নজরুলজয়ন্তী উদযাপনে আটলান্টা আবৃত্তিচর্চা

Satkahon Review – নজরুলজয়ন্তী
প্রবাসী বাঙালিরা কিন্তু বাংলা সংস্কৃতির প্রজাপতি। নিজের দেশের সংস্কৃতিকে অন্য দেশে বয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন তাঁরাই।
আর বাঙালি মাত্রই স্বভাব মিলেমিশে থাকা। তাঁরা যেখানেই থাকুন না কেন সবাই মিলে কিছু করতে হবে এই চিন্তা ভাবনা কিন্তু তাঁদের আদি অকৃত্রিম।
এক বাঙ্গালীর সাথে আরও এক বাঙালি যুক্ত হয়ে গেলেই প্রাণ প্রায় বাংলা সংস্কৃতি। এমনই বিভিন্ন কাজের নিদর্শন রেখেছে আটলান্টা আবৃত্তিচর্চা।
আটলান্টা আবৃত্তিচর্চা সংস্থাটির প্রতিষ্ঠাত্রী স্বনামধন্য আবৃত্তিশিল্পী ও আকাশবাণীর প্রাক্তন উপস্থাপিকা ঋচা সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁর এই সংস্থায় যুক্ত বিভিন্ন সংস্কৃতিপ্রেমী মানুষ। মিলিত ভাবে তাঁরা সারা বছরই নানারকম অনুষ্ঠান করে থাকেন। কিন্তু এর মধ্যে চলছে বিশ্বজুড়ে লকডাউন।
তাই গত ২৫শে মে সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী ডিজিটাল মাধ্যমের সাহায্য নিয়েই তাঁরা পালন করলেন।
এই সুযোগে বিভিন্ন দেশের মানুষ তাদের এই অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পারল।
একটি মঞ্চ অনুষ্ঠান তথ্য প্রযুক্তির হাত ধরে যেন মুঠোফোনে বন্দী করা হয়েছে।
সূত্রধরের তথা উপস্থাপকের কাজটি সুন্দরভাবে সম্পন্ন করেছেন শ্রী ব্যাসদেব সাহা (রানা)।
আবৃত্তি পরিবেশন করেছেন স্বপন রায় মন্ডল, সুপর্ণা বড়ুয়া, নাসির আহমেদ,ঋচা সরকার, সঞ্জীব দত্ত,ইন্দ্রানী ঘোষ,সুতপা দাস, মানস দে।
ভিডিওটি সম্প্রচারিত হয়েছে শ্রী ব্যাসদেব সাহা এর ইউটিউব চ্যানেল থেকে। অনুষ্ঠানের এই পোস্টারটিি তৈরি করেছেন সুতপা দাস।
এ প্রসঙ্গে বলে রাখি আটলান্টা আবৃত্তিচর্চার উদ্যোগেই গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার অনুষ্ঠিত হয় কবিতা উৎসব।
সেখানে অংশগ্রহণ করেছিলেন ৪০ জনেরও বেশি আবৃত্তিশিল্পী এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীজাত এবং রুদ্রশঙ্কর এর মত সম্মানীয় গুনী মানুষ।
ব্যস্ততাময় জীবনের গণ্ডি পেরিয়ে অনেক সময় মঞ্চের অনুষ্ঠান শুনতে যাওয়া সম্ভবপর হয়ে ওঠে না। আর প্রবাসী বাঙ্গালীদের অনুষ্ঠান যদি এমন করে ডিজিটাল মাধ্যমে আমাদের ঘরে ঘরে পৌঁছে যায় তাহলে আত্মীয়তা যেন গভীর থেকে গভীরতর হয়ে ওঠে।
আর তাই আশা করা যেতেই পারে আগামী দিনে আমরা দূরে থেকেও আটলান্টা আবৃত্তিচর্চার সুন্দর অনুষ্ঠান গুলির শ্রোতা-দর্শক হিসেবে বঞ্চিত হব না।
COPYRIGHT © 2020 SATKAHON
Pingback: সাক্ষাৎকারে বিশিষ্ট বাচিক শিল্পী ঋচা সরকার - Satkahon.in - Satkahon
Pingback: সাক্ষাৎকারে বিশিষ্ট বাচিক শিল্পী ঋচা সরকার - Satkahon.in - Satkahon