Satkahon Review – দুর্গা দুর্গতি, রূপম পালের নির্দেশনায় | আসছে

‘দুর্গা দুর্গতি’

পরিচালক রূপম পাল কোন পটভূমিতে রচনা করেছেন তাঁর প্রথম চলচ্চিত্র ? কিভাবে দুর্গা হয়ে উঠলেন দুর্গতির কারণ?
আসুন জেনে নিই..

Satkahon Review – দুর্গা দুর্গতি

Satkahon Review - দুর্গা দুর্গতি, রূপম পালের নির্দেশনায় | আসছে
দুর্গা দুর্গতি
Satkahon Review - দুর্গা দুর্গতি, রূপম পালের নির্দেশনায় | আসছে
দুর্গা দুর্গতি

আসতে চলেছে রূপম পাল এর নির্দেশনায় ছবি ‘দুর্গা দুর্গতি’।

কোন শিল্প চর্চার বিরুদ্ধে নয় বরং অসৎ বাণিজ্যিকরণ এবং সামাজিক অসচেতনতার বিরুদ্ধে এই ছবি এক বার্তা, এক প্রতিবাদ।

ছবিতে অভিনয় করেছেন টলি জগতের প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রীরা।

রয়েছেন দেবলীনা ঘোষ,দেবজয় মল্লিক,পিঙ্কি ব্যানার্জি,স্বাগতা বাসু,ভাস্কর ব্যানার্জি,সুদীপ মুখার্জী,কৌশিক ব্যানার্জি,সুব্রত গুহ রায়,অনিমেষ ভাদুরী,অর্ঘ্য মিত্র ও লাড্ডু

Satkahon Review - দুর্গা দুর্গতি, রূপম পালের নির্দেশনায় | আসছে
দুর্গা দুর্গতি

ভাঙিয়ে খাওয়া সমাজের কিছু মানুষ দেব-দেবীকেও বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পিছ্পা হন না।নির্দিষ্ট মাত্রা ছাড়িয়ে যখন বাণিজ্য কেবলই নিজের স্বার্থসিদ্ধির কারণ হয়ে ওঠে তখনই ঘটে বিপত্তি।

ধীরে ধীরে ক্ষয় হয় মানুষের কৌতূহলের আর মুখ থুবরে পড়ে শিল্প।

Satkahon Review - দুর্গা দুর্গতি, রূপম পালের নির্দেশনায় | আসছে
দুর্গা দুর্গতি

পুজো মানে ‘ঠাকুর’ দেখতে যাওয়া ব্যাপারটা ছাপিয়ে পুরো বিষয়টাই যেন ‘প্যান্ডেল’ দেখতে যাওয়ায় এসে দাঁড়িয়েছে।

দুর্গা সেখানে দেবী নন, বাণিজ্যিক মূলধন। শুধু তাই নয় পুজোর ভিড় ঠেলে সব বয়সের মানুষ কি সমানভাবে দেবী দর্শন করে উঠতে পারছেন? ভিড়ের ঠেলাঠেলিতে, অস্বাস্থ্যকর খাবারে ‘প্যান্ডেল’ দেখতে এসে দুর্গা কেই দুর্গতির কারণ বলে মনে করছেন তাঁরা।

Satkahon Review - দুর্গা দুর্গতি, রূপম পালের নির্দেশনায় | আসছে
দুর্গা দুর্গতি

বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। সর্বাধিক বাণিজ্য বোধহয় এই উৎসবকে কেন্দ্র করেই হয় বাংলায়। দুর্গতিনাশিনী দুর্গার আশীর্বাদের হাত যে ক্লাব বা পুজা মন্ডলীর উপর সদা বিরাজমান তা তো বলাই বাহুল্য।

অন্যদিকে মায়ের আশীর্বাদে গ্রাম থেকে শহরে এসে শিল্পীরা যদিও বা একটু শিল্পচর্চা করার, অর্থোপার্জন করার সুযোগ পাচ্ছেন তাও প্রতিযোগিতায় হেরে পুজোর দিনে নৈরাশ্য-হতাশা ঘিরে ফেলছে অনেককেই।

দুর্গা দুর্গতি

সাবেকি পুজো সম্পূর্ণরূপে ফিরে আসা হয়ত বা সম্ভবপর নয় কিন্তু মায়ের পুজো যেন ‘মা-কেন্দ্রিক’ হয় সেই বিষয়টি তুলে ধরতে চেয়েছেন রূপম এই ছবিতে।
ছবির কাহিনী রচনা করেছেন তিনি নিজে।
চিত্রনাট্য রচনা করেছেন রাজীব দাস। যাঁর ক্যামেরার খেলায় ছবিটি তার কাঠামো গঠন করেছে তিনি উজ্জ্বল মল্লিক

সেই কাঠামোতে মাটি-রং স্থাপন করে তাকে সম্পূর্ণ রূপ দিয়েছেন সম্পাদক অর্ঘ্যকমল মিত্র

ছবিটিতে সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার এবং এই ছবিতে কণ্ঠসঙ্গীতে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রাবণী সেন

দুর্গা দুর্গতি

দর্শকের মনের জমে থাকা প্রতিবাদ-ক্ষোভ প্রতিফলিত হতে চলেছে পরিচালক রূপম পালের এই ‘দুর্গা দুর্গতি’ ছবিতে।

Ropaam’s Creation এর ব্যানারে তৈরি ছবিটিকে প্রাথমিকভাবে ফিল্ম ফেস্টিভ্যাল এর জন্য প্রস্তুত করা হলেও এটি পরবর্তীকালে বিভিন্ন প্রেক্ষাগৃহ, টেলিভিশন চ্যানেল ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে মুক্তি পাবে।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *