Satkahon Review – তোমার খোলা হাওয়া | গুরু-শিষ্যা যুগলবন্দী

Satkahon Review – তোমার খোলা হাওয়া
ত্রিপুরা থেকে পড়াশুনার সুত্রে কলকাতা আসেন নবীন সঙ্গীতশিল্পী মনিদীপা চক্রবর্তী।
ভালো করে গান শিখতে চান তিনি এটাই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।
দীর্ঘদিন স্বনামধন্য সঙ্গীতশিল্পী সুমিত্রা সেনের কাছে তাঁর রবিগান শেখা।
পরবর্তীকালে বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতী শ্রাবণী সেনের কাছেও বেশ কিছুদিন রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন তিনি।
বর্তমানে তিনি গান শিখছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দেবাদৃত চট্টোপাধ্যায় এর কাছে।
গুরুর সাথে যুগলবন্দীতে মুক্তি পেলো তাঁর একটি রবীন্দ্রসঙ্গীত “তোমার খোলা হাওয়া”
এই গানটি তাঁর ‘অর্ঘ্য’ অ্যালবাম এর অন্তর্গত। গুরুর অনুমতি ও উৎসাহেই এই অ্যালবামটি করার প্রকল্প করেন তিনি।
মনিদীপা বলেন, “আমি যখন শ্রাবণীদির কাছে শিখছি, তখন আমার থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন হয়। আমি ভেবেছিলাম আমি আর গাইতে পারব না। কিন্তু দেবাদৃত স্যার আমাকে ভীষণ ভাবেই উৎসাহ দেন, আমার বন্ধু জয়িতা, আমার স্বামী,পুত্র সকলের উৎসাহেই আমি আবার ফিরে আসি গানের জগতে। প্রান দিয়ে গান শিখে – মন দিয়ে গাইব এটাই আমার চাওয়া”
গান প্রসঙ্গে দেবাদৃত চট্টোপাধ্যায় জানান, “তোমার খোলা হাওয়া এমন একটি গান যেটি যেই গান না কেন সাথে গুন গুন করে গাইতে ইচ্ছে করে। যেহেতু এই গানটি সকলেরই জানা ও ভালোলাগার একটি গান তাই চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব স্বরলিপি অনুযায়ী গাইবার। নতুন রকমের সঙ্গীতায়োজন এর সাথে একটু নবীন গায়কী আনারও চেষ্টা করেছি যেটি এই সময়ে ভীষণ ভাবে দরকার বলে আমি মনে করি… শিক্ষক-ছাত্রী যুগলবন্দী হিসেবে গানটির ভিডিও নির্মানটিও আমার বেশ ভালো লেগেছে।“
দেবাদৃত চট্টোপাধ্যায়ের পরিচালনায় গানের সঙ্গীতায়োজন করেছেন গোপাল দাস।
গানটির শব্দ গ্রহন ও শব্দ প্রক্ষেপন করেছেন তরুন দাস (Studio Violina), ভিডিও পরিকল্পনা করেছেন অভিষেক গাঙ্গুলী এবং সম্পাদনা করেন সৌরভ দে। গানটি মুক্তি পেয়েছে শ্রীনিবাস মিউজিক থেকে।
থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন হবার পরেও ভেঙে পড়েননি মনিদীপা,সকলের উৎসাহ এবং সঙ্গীতের প্রতি ভালোবাসা তাঁকে আবার ফিরিয়ে এনেছে সংগীতের মঞ্চে।
এই ফিরে আসাই প্রমান করে আমরা সঙ্গীতের এবং সঙ্গীত আমাদের একে অপরের পরিপূরক।
Saptarshi Saha | Satkahon
Debadrito amr pchondr ekjn Rabindra Sangeet Shilpi ♥️! Onr gayoki amake sob samay mugdha Kore ebong aagamu diineo krbe ei asha rkhi,uni gaan Nye r o onk dur egyie jaan ei prarthanai Kori,onr mto manushr kche gaan shekha khubi bhagyer byapr! I wish him Al 👍👍 d bst 4 his career
Darun gaan ta geycho apnader gaan shune khub bhal laglo …darun 👍👍👍👏👏👏👏
Aro shunte pele bhal lagbe
Thank you deepika di, pase theko sabsmoy