Satkahon Review – জন্মাষ্টমী কাটুক অস্মির সুমধুর কৃষ্ণভজনে – Satkahon

Satkahon Review - জন্মাষ্টমী
Asmi Bose – He Krishnalala

Satkahon Review – জন্মাষ্টমী কাটুক অস্মির সুমধুর কৃষ্ণভজনে

২০২০ কখনো মহামারীতে কখনো প্রাকৃতিক দুর্যোগে কেড়ে নিয়েছে বহু মানুষের জীবন।

ভয়ানক দিনের সাক্ষী কিছু দিন আনা দিন খাওয়া মানুষের দল।

বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প জগত।

তবে মানুষ তো আশাবাদী,সকলের থেকে শ্রেষ্ঠ জাতির আর যাই হোক থেমে থাকা আত্মস্থ নয়।

তাই ডিজিটাল মাধ্যম অর্থাৎ আন্তরজালের সাহায্য নিয়েই চলছে শিক্ষা থেকে শুরু করে শিল্পচর্চা।

সামনেই জন্মাষ্টমী। শ্রী কৃষ্ণের জন্ম মহোৎসব। ভক্ত ও ঈশ্বরের মধ্যে যুগে যুগে যোগসূত্র স্থাপন করে আসছে সঙ্গীত।

লকডাউনের সমস্ত নিয়ম মেনে জন্মাষ্টমী উপলক্ষে ঝুলনযাত্রার দিন মুক্তি পেলো বিশিষ্ট সঙ্গীত পরিচালক তথা সুরকার সৌম্য বসুর সুরে ও রচনায় কন্যা অস্মি বসুর কণ্ঠে কৃষ্ণ ভজন ‘হে কৃষ্ণললা’

Asmi Bose – He Krishnalala

আসব গানের গল্পে, বসু পরিবারের নবীনা সদস্যা অস্মি,পরিবারের অন্যান্য গুনীজনের মতই সাঙ্গীতিক ধারা বহন করছেন কণ্ঠে।

তবে শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বাংলা-হিন্দি আধুনিক গানেও পারদর্শী তিনি। অস্মি বলেন,

“বাবা সাধারণত বাংলা ভজন লেখেন এবং সুর করেন, আগের বছরও তাঁর লেখা একটি বাংলা ভজন মুক্তি পায়, তাই এবার বাবারই ইচ্ছে হয় হিন্দি ভজন লেখার।

গান তৈরি হবার পর যেটা প্রথম সমস্যা হয় সেটা হল লকডাউনের কারণে সমস্ত রেকর্ডিং স্টুডিও বন্ধ। ঠিক হয় আমার I-phone এই গান রেকর্ড করা হবে। রাত প্রায় ২টো নাগাদ আমরা এই রেকর্ডিং করি।

একবারে আমাকে পুরো গানটা গাইতে হচ্ছিল কারণ মোবাইল এ তো বার বার টেক করা সম্ভব নয়। তারপর সৌম্যজিৎ দাকে গানের Mixing-Mastering করতে পাঠানো হয়।“

গানের শব্দ গ্রহণ ও শব্দ প্রক্ষেপনের কাজটি সম্পন্ন করেন সৌম্যজিৎ দাস।

সঙ্গীত পরিচালনার পাশাপাশি আশুতোষ দস্তিদারের সাথে ভিডিও গ্রহনে অংশগ্রহন করেন সুরকার স্বয়ং।

লকডাউনের কারণে বাড়ি এবং সংলগ্ন গঙ্গার ঘাট থেকেই সম্পূর্ণ গানের ভিডিও করা হয়েছে।

গানটি মুক্তি পেয়েছে সৌম্য বসুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Soumya’s থেকে।

COPYRIGHT © 2020 SATKAHON

2 thoughts on “Satkahon Review – জন্মাষ্টমী কাটুক অস্মির সুমধুর কৃষ্ণভজনে – Satkahon”

  1. Srikumar Chatterjee

    Really nice janamaastami.related with vagaban srikrishna birth.who regulate our nature so thnks adhmi she must be bless with lord srikrishna ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *