Satkahon Review – জনপ্রিয় ১০,সৌম্য বসুর সঙ্গীত পরিচালনায় নজরুল গান
“মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির-কাবা নাই”
কাজী নজরুল ইসলাম
Satkahon Review – জনপ্রিয় ১০
কোনও ধর্মের বাঁধন আবদ্ধ করতে পারেনি তাঁর প্রেম। তাই, তাঁর রচনায় হিন্দু-মুসলিম একই বৃন্তে দুটি কুসুম। শোনা যায় এক হিন্দু বন্ধুর বিয়েতে আমন্ত্রিত হয়ে গেছিলেন তিনি। মুসলিম বলে তাকে ভর্তসনা করে পাত্রীপক্ষ। বন্ধু বিয়ের পিঁড়ি থেকে উঠে পরেন,নজরুলের অপমানে।কবি তাকে অনেক করে বোঝাতে অবশেষে বিয়ে হয়। পরদিন সকালে পাত্রীর বাবা শোনেন কে যেন বাড়ির বাইরে মন্দিরে বসে গান গাইছে। কাছে গিয়ে শোনেন কাজী সাহেব আপন মনে শ্যামা সঙ্গীত গাইছেন। তাঁর চোখে অঝোর ধারা। পায়ে ধরে ক্ষমা চান তিনি কাজী সাহেবের কাছে।
এই গল্প প্রমান করে তাঁর ভক্তি। ঈশ্বর বিরাজ করছেন আমাদের অন্তরে, সম্প্রীতিতে, ভালোবাসায়, স্নেহে, আর্ত জনের সেবায়।
তাই তো তিনি লিখছেন, “প্রানের মত আত্মার সম, আমাতে আছো হে অন্তরতম, মন্দির রচি-বিগ্রহ পূজি… দেখে হাসো তুমি স্বামী।”
“অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তরযামী” – সাম্যের কবির এই গানে তাঁকে নবীন প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি শ্রদ্ধাঞ্জলি জানালেন সঙ্গীতজগতের জনপ্রিয় ১০ জন শিল্পী, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, শম্পা কুণ্ডু ভাস্বর, সৌম্য বসু, কিঞ্জল চট্টোপাধ্যায়, মাহিরী বসু, স্নিগ্ধজিত ভৌমিক, পিউ মুখোপাধ্যায়, প্রীতম রায়, অস্মি বসু।গানটির সঙ্গীতায়োজন করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক সৌম্য বসু।
অন্যান্য ধারার গানের তুলনায় নজরুলের গান কি শিল্পীরা কম গাইছেন ?
গানটির শব্দগ্রহন করেছেন সৌম্যজিত দাস। ভিডিও সম্পাদনা করেছেন আশুতোষ দস্তিদার। গানটি মুক্তি পেয়েছে সৌম্য বসুর অফিসিয়াল ইউটিউব চ্যানেল Soumya’s থেকে।
COPYRIGHT © 2020 SATKAHON