Satkahon Review – গানে গল্পে ‘সোনালী সেই ভোর’

Satkahon Review - গানে গল্পে
সোনালি সেই ভোর

Satkahon Review – গানে গল্পে ‘সোনালী সেই ভোর’

সমগ্র পৃথিবীকে গ্রাস করেছে করোনা ভাইরাসের মহামারী।

শিল্পী জগতে সকলেই চেষ্টা করছেন কোন না কোনভাবে মানসিক অবসাদ কাটিয়ে সকলের মুখে একটু হাসি ফোটাবার, সকলের মনে একটু আশা জাগাবার।

তেমনই এক উদ্যোগ নিয়ে অভিজ্ঞান মুখার্জির পরিচালনায় সংগীত পরিচালক অমিত মিত্রের কথা ও সুরে am originals entertainment থেকে মুক্তি পেয়েছে ‘সোনালী সেই ভোর’ একটি গানের গল্প বা গল্পের গান ও বলা যেতে পারে।

গানটি যাদের সুমিষ্ট কন্ঠে শ্রুতিমাধুর্যতা লাভ করেছে তাঁরা রক্তিম বিশ্বাস ও দেবলীনা রায়।

সঙ্গীত পরিচালনা ও মিক্সিং করেছেন শাশ্বত দাস। গিটার ও বেস গিটার সঙ্গতে যথাক্রমে বরুন ভুঁইমালি ও বিপুল সরকার।

গানটির দৃশ্যপটে রয়েছেন অভিনয় ও সংগীত জগতের প্রতিষ্ঠিত ব্যক্তিরা।

তাঁরা, সুনীল চক্রবর্তী,মিনুতি চক্রবর্তী,অশোক মুখার্জী,সঙ্গীতা মুখার্জী,সায়নী পালিত,অভিজ্ঞান মুখার্জি,অংশু বচ, সম্রাজ্ঞী সাহা ,মধুমিতা গুপ্তা, সুব্রত গুহ রায় , অর্ণব দত্ত, সায়ন কর্মকার ও অভিরুপ চৌধুরী।

ভিডিওটি সম্পাদনা করেছেন প্রীতম চক্রবর্তী এবং সম্পূর্ণ ভিডিওটি পরিচালনা করেছেন অভিজ্ঞান মুখার্জি।

আসুন শুনে নিই সেই গান রক্তিমের কন্ঠে

সোনালী সেই ভোর

সমস্ত বিপদ মুছে গিয়ে সব আঁধার ভেদ করে প্রকাশিত হোক ভোরের আলো। মহামারী বিপর্যয় পেরিয়ে মানুষ খুঁজে নিক আশ্রয়। আবার নতুন প্রান ফিরে পাক সমাজ। শিল্পী দের আশার বার্তা পৌঁছে যাক ঈশ্বরের ভবনে।

COPYRIGHT © 2020 SATKAHON

1 thought on “Satkahon Review – গানে গল্পে ‘সোনালী সেই ভোর’”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *