Satkahon Review- খোল গো দুয়ার | শিক্ষয়িত্রী-শিক্ষার্থী যুগলবন্দী
Satkahon Review- খোল গো দুয়ার
কখনো তিনি মরু-নির্ঝর ঝর-ঝর…শ্যামলীয়া ছায়াছবি, কখনো বা আকুল নিদাঘ-তিয়াসা…রৌদ্র রুদ্র কবি।
তিনি বাংলা সাহিত্য,সমাজ ও সংস্কৃতির গর্ব,সমস্ত জাতির ঊর্ধ্বে।
তিনি বাঙালি কবি কাজী নজরুল ইসলাম।
হ্যাঁ,বাঙালি কবি কারণ বাংলাভাষাকে তিনি যা দান করে গেছেন তা অনেক বাঙালির পক্ষেই দেওয়া অসম্ভব।
আগামী ২৫শে মে তার ১২১তম জন্ম দিবস।
জন্মদিবসে কবিকে শ্রদ্ধা জানাতে MAHUYA BANERJEE OFFICIAL ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে এ প্রজন্মের বিশিষ্ট সঙ্গীতশিল্পী মহুয়া ব্যানার্জি ও স্বনামধন্য তথা বিদূষী সংগীতশিল্পী শ্রীমতি অনুসূয়া মুখোপাধ্যায়ের কণ্ঠে ‘খোল গো দুয়ার‘ নজরুল সংগীতটি।
প্রণম্য সংগীতশিল্পী স্বর্গীয় বিমান মুখোপাধ্যায়ের ছাত্রী মহুয়া দীর্ঘদিন সংগীতশিক্ষা গ্রহণ করেছেন শ্রীমতি অনুসূয়া মুখোপাধ্যায়ের কাছেও।
নজরুলগানে ন্যাশনাল স্কলারশিপও পেয়েছেন তিনি।
আসুন শুনেনি শিক্ষয়িত্রী এবং শিক্ষার্থীর এক অনবদ্য যুগলবন্দী
গানটির সংগীতায়োজন করেছেন অন্যতম জনপ্রিয় এবং দক্ষ সংগীত পরিচালক তাপস দত্ত (মার্কো)
দৃশ্যায়ন ও সম্পাদনা করেছেন নীলার্ঘ্য ব্যানার্জি।
গানটির অডিও লেবেল গ্রহণ করছেন শ্রীনিবাস মিউজিক কোম্পানি।
বর্তমান দিনে যখন নবীন শিল্পীরা নিজেদের সামগ্রিক প্রচার ও নতুন গান পরিবেশন করছেন অধিক মাত্রায় তখন গুরুর সাথে এই যুগলবন্দী প্রসংশার দাই রাখে। নতুনের মাঝে থাক পুরাতনের স্পর্শ।
আগামী দিনে নবীন সঙ্গীতশিল্পী হিসেবে মহুয়া কাজী সাহেবের গান কে নতুন সঙ্গীতায়োজনে পরিবেশনের চেষ্টা করছেন, যার ফলে চির আধুনিক নজরুলের গান আমাদের কাছে আরও মনগ্রাহী হয়ে উঠবে।
COPYRIGHT © 2020 SATKAHON
Nice😊