Satkahon Review – কানে কি তোর যায় না শ্যামা – দিয়া রায়চৌধুরী

Satkahon Review – কানে কি তোর যায় না শ্যামা
কথায় আছে সব সঙ্গীতের মধুরতম সংগীত শ্যামা সংগীত।
দেবী কখনো মা, কখনো কন্যা কখনো শ্মশানে শ্মশানে ঘুরে ফেরা পাগলি মেয়ে…
আবার কখনো অন্নদাত্রী রুপে বন্দিতা।
মাতৃশক্তির বন্দনায় সম্প্রতি সঙ্গীতশিল্পী দিয়া রায় চৌধুরীর কণ্ঠে মুক্তি পেয়েছে শ্যামাসঙ্গীত “কানে কি তোর যায় না শ্যামা”
আসুন শুনে নিই গানটি….
মায়ের কাছেই গানের হাতে খড়ি দিয়ার। এছাড়াও শ্রীমতী চন্দনা চক্রবর্তী, সঙ্গীতাচার্য শ্রী জয়ন্ত বোসের কাছেও সঙ্গীতে তালিম নিয়েছেন তিনি।
শুধু ভারতবর্ষেই নয়, বিদেশের একাধিক উল্লেখযোগ্য মঞ্চ অনুষ্ঠানে দিয়া সংগীত পরিবেশন করেছেন জি বাংলা সারেগামাপা সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহনের পর থেকেই।
কর্মসূত্রে বর্তমানে মুম্বাইতে থাকলেও সঙ্গীতচর্চা ও সঙ্গীতপরিবেশন করে চলেছেন নিজস্ব ছন্দে।
“কানে কি তোর যায় না শ্যামা” গানটি রচনা ও সুর করেছিলেন তাঁর দাদু স্বর্গীয় ভক্তিরঞ্জন রায়।
পেশাগত ভাবে মঞ্চ অনুষ্ঠানের পক্ষপাতী না হলেও তিনি সংগীত শিক্ষা দিয়েছেন দীর্ঘ জীবন।
রচনা করেছেন একাধিক গান। দিয়া বললেন,
“দাদু তাঁর তৈরি গানগুলি মা এবং তাঁর ছাত্রছাত্রীদের শিখিয়েছেন কিন্তু কখনোই বৃহৎ জগতে প্রকাশ করেননি।
আমি আমার মায়ের থেকেই শ্যামা সংগীত শিখেছি। আমার জন্মের অনেক আগেই দাদু মারা যান তাই আমি তাঁকে কোনদিনই পাইনি।
দাদুর এই সৃষ্টি মানুষের কাছে পৌঁছে যাক এটাই আমি চাই। দাদুকে উৎসর্গ করে তাই আমার এই গানটি গাওয়া।
আশাকরি সকলে শুনবেন আর এই অমুল্য সৃষ্টি সকলের মধ্যে ছড়িয়ে দেবেন।”
গানটির সঙ্গীতায়োজন এবং শব্দ মিশ্রন করেছেন সায়ন্তন দাশগুপ্ত।
গানে তবলা সঙ্গত করেছেন জয়ন্ত চক্রবর্তী।
সেতার এবং বাঁশি সঙ্গত করেছেন অয়ন মুখার্জী।
দৃশ্য সম্পাদনা করেছেন কৌশিক ঘোষ।
গানটি মুক্তি পেয়েছে দিয়ার নিজস্ব ইউ টিউব চ্যানেল Dia Roy Chowdhury থেকে।
I really enjoy the blog post. Really thank you! Much obliged. Niki Nicolai Hanae
Hello my family member! I wish to say that this article is amazing, great written and come with approximately all important infos. Morissa Micheal Errick