Satkahon Review- কাজী শুভ-র কণ্ঠে অভিজিতের কথা-সুর,মুক্তি পেলো ‘বধু’

Satkahon Review- কাজী শুভ

Satkahon Review- কাজী শুভ-র কণ্ঠে অভিজিতের কথা-সুর,মুক্তি পেলো ‘বধু’

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কাজী শুভ-এর কণ্ঠে মুক্তি পেলো শ্রী অভিজিৎ লাহিড়ীর কথা ও সুরে একটি নতুন বাংলা পল্লীগান ‘বধু’।

প্রেমের গান শুনতে আমরা কেই বা না ভালোবাসি।

ও বধু, মন আমার দেউলিয়া তোর তরে’ …অভিজিৎ এর এই দরদী লেখা কাজী শুভ-এর গায়কীতে রুপময় হয়ে উঠেছে,তা যেন মনের কথা বলে যায়।

পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা অভিজিৎ দীর্ঘদিন ধরেই লেখালেখির জগতে যুক্ত। এর আগেও তিনি ভারত ও বাংলাদেশের বেশ কিছু গান ও নাটকের জন্যে গান লিখেছেন। এমনকি করোনা পরিস্থিতি নিয়ে লেখা তাঁর একটি গান প্রচারিত হয়েছে জি বাংলা টিভি চ্যানেল থেকে।

বাংলাদেশের খ্যাতনামা শিল্পী কাজী শুভর কণ্ঠে বধু গানটি ইতিমধ্যেই সকলের মন জয় করেছে। গানের কথা ও সুর যেমন অত্যন্ত সাবলীল তেমনই গানের ভিডিওটি গানের সমস্ত ভাবকে ফুটিয়ে তুলেছে।

আসুন দেখে নিই সেই ভিডিওটি…

গানটির অসাধারণ সঙ্গীতায়োজন করেছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীতপরিচালক মহম্মদ রবিন।

গানের দৃশ্যপটে রয়েছেন তুহিন চৌধুরী এবং জারিন তাস্নিম অন্তরা। তাঁদের অসামান্য অভিনয় দক্ষতা গানের ভিডিওটিকে পরিপূর্ণ করে তুলেছে।

চিত্রগ্রহণ করেছেন বিকাশ সাহা। ভিডিও সম্পাদনা করেছেন এস.এম. তুষার।

সম্পূর্ণ ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলে গানের ভিডিও করা হয়েছে।

পাহাড়ি বেশ কিছু দৃশ্য, গ্রাম বাংলার পল্লীছেলের সাথে একটি পল্লীমেয়ের প্রেম ফুটে উঠেছে গানে।

সব মিলিয়ে গানের কথা সুর, গায়কী, দৃশ্যায়নে বাংলাদেশের মনোরম পরিবেশ মিলে মিশে এক হয়ে গেছে, একের সাথে অন্যের কোথাও তিল মাত্র অমিল পাওয়া যাবে না।

সুতরাং গানটি যে সমালোচনার ভিত্তিতে ১০/১০ পাচ্ছে তা বলাই বাহুল্য।  

গানটি মুক্তি পেয়েছে সুপ্তি মিউজিক স্টেশন থেকে।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *