Satkahon Review – করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই – Satkahon
Satkahon Review – করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই
জনপ্রিয় বাচিকশিল্পী ও দক্ষ লেখক শুভদীপ চক্রবর্তী। যিনি তাঁর আবৃত্তিজীবন শুরু করেছেন মাত্র ১৭ বছর বয়সে। গুরু সান্নিধ্যে পেয়েছেন ব্রততী বন্দোপাধ্যায়, জগন্নাথ বসু এবং পার্থ মুখোপাধ্যায় কে।
তাঁর পরিচালনায় তাঁরই লেখা একটি কবিতা প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল Musica originals থেকে।
সহ প্রযোজনায় রয়েছে শ্রুতিবৃত্ত।কবিতার নাম ‘করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই’।
কবিতাটি আবৃত্তি করেছেন বিশ্বের আট টি দেশের ষোলো জন শিল্পী।
ভারতবর্ষ, বাংলাদেশ, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জাপান,আমেরিকা,কানাডা ও ইংল্যান্ড এর এই বিশিষ্ট শিল্পীরা হলেন, শ্রাবণী সেন, শামা রহমান, সাহেব চট্টোপাধ্যায়, সৌমিলি বিশ্বাস, শাসা ঘোষাল,পরাগ রায়,শাশ্বতী বসু চ্যাটার্জী,খালেদা আলী মিত্র, রাগেশ্রী ঘোষ,তথাগত সেনগুপ্ত,ঋষি ব্যানার্জী, রুমেলি, কাজী জহিরুল ইসলাম, সংকর্ষন মুখার্জী,গোলাম মাসুম ও শুভদীপ নিজে।
এই ২০২০ সাল এর করোনা মহামারীর সময় তিনি কবিতা নিয়ে বেশ কিছু কাজ করে চলেছেন অবিরত। উল্লেখযোগ্য হলো,
করোনাহীন বিশ্ব তোমায় দেখতে চাই, পৃথিবী একটাই দেশ, জীবনের জয় হবে জানি, ইত্যাদি।
আসুন দেখে নিই সেই ভিডিওটি
শিল্পীরা চিরকাল তাঁদের শিল্পের মাধ্যমে কখনো মানুষের মনোরঞ্জন আবার কখনো সাহস জুগিয়েছেন।
সমগ্র পৃথিবী যখন এই মহামারীর কবলে বিপর্যস্ত তখন শুভদীপ এর এই কবিতায় প্রত্যেক মানুষের মনের প্রার্থনা ধ্বনিত হলো।
সত্যিই,বন্দিদশা থেকে আমরা মুক্তি চাই, করোনা হীন এক নতুন বিশ্ব দেখতে চাই।
COPYRIGHT © 2020 SATKAHAN