Satkahon Review – কবিপক্ষে online রবিশ্রদ্ধায় অমিত রে ক্রিয়েশন

Satkahon Review - কবিপক্ষে online

Satkahon Review – কবিপক্ষে online রবিশ্রদ্ধায় অমিত রে ক্রিয়েশন

ধরিত্রী ধুঁকছে এই বিশ্ব মহামারীর সাথে লড়তে লড়তে. গৃহবন্দী জীবন যেন মাতৃক্রোড়ে লুকিয়ে থাকা ভয়ার্ত শিশু. পিতার মতো পাশে থাকলেও হাত পাততে না পারা ‘আমি আমার মতো’ ধারণা নিয়ে চলা শিল্পী সন্তানের প্রতি সরকারের কোনো ভ্রূক্ষেপ নেই.

অধিকাংশ শিল্পীরাই দীর্ঘদিন অনুষ্ঠান না করে ক্লান্ত. মানসিক অবসাদ দুহাতে ঘিরে ধরেছে যন্ত্রসংগীত অনুসঙ্গকারীদের. এমন অবস্থায় অমিত রে ক্রিয়েশন এর অন্যতম কর্ণধার তথা সঙ্গীতশিল্পী ডালিয়া চক্রবর্তীর সামগ্রিক ভাবনায় অনলাইন পালিত হচ্ছে রবিজন্মজয়ন্তী.

তবু রবীন্দ্রনাথ
তবু রবীন্দ্রনাথ

সংগীত জগতে স্বনামধন্য ১৮ জন শিল্পীর কণ্ঠে প্রকাশিত হয় ‘তবু রবীন্দ্রনাথ‘. ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে ‘ এই গানেই বিপর্যয় মোকাবিলার বার্তা রেখেছেন শিল্পীরা।

তুমি প্রিয়তম
তুমি প্রিয়তম

শুধু গানই নয় কবিতা কে কেন্দ্র করে ও দক্ষ বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তীর নির্দেশনা ও রচনায় ‘তুমি প্রিয়তম‘ প্রকাশিত হয় অমিত রে ক্রিয়েশন থেকে। অংশগ্রহণ করেছেন বিশিষ্ট বাচিক শিল্পীরা।

'কথায়-গানে রবীন্দ্রনাথ'
‘কথায়-গানে রবীন্দ্রনাথ’

এছাড়াও কবি পক্ষের ১৫ দিন অমিত রে ক্রিয়েশন এর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠিত হচ্ছে ‘কথায় গানে রবীন্দ্রনাথ’. প্রত্যেকদিন রাত দশটায় বাচিকশিল্পী শুভদীপ এর একটি কবিতা ও সাথে কিছু কথা নিয়ে সংগীত পরিবেশন করছেন বিশিষ্ট শিল্পীরা. প্রবুদ্ধ রাহা,শ্রাবণী সেন,ইন্দ্রানী সেন,অদিতি গুপ্ত,মালবিকা সেন,লিলি ইসলাম,সাহেব চট্টোপাধ্যায়,চন্দ্রাবলী রুদ্র দত্ত,শমিক পাল,মধুরিমা দত্ত চৌধুরী এবং আরো অনেকে অংশগ্রহণ করছেন এই অনুষ্ঠানে.

অতুলপ্রসাদ সেন  প্রাক্ ১৫০
অতুলপ্রসাদ সেন প্রাক্ ১৫০

গত ১০মে|২০২০ অতুলপ্রসাদ সেনের প্রাক সার্ধশতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন শ্রুতি গোস্বামী। সৌজন্যে অমিত রে ক্রিয়েশন

Satkahon Review - কবিপক্ষে online

প্রত্যেক দিন সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা অব্দি এই পেজ থেকে লাইভ অনুষ্ঠান পরিবেশন করছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব, তারই একটি বিশেষ নিবেদন ‘টপ্পা কীর্তনের রবীন্দ্রনাথ’ সংগীত পরিবেশনায় থাকছেন দেবলীনা ঘোষ.

গৃহবন্দী থাকতে হলেও শিল্পীরা যাতে মানসিকভাবে সংগীতের সাথে যুক্ত থাকতে পারেন সেই চেষ্টা নিয়েই অমিত রে ক্রিয়েশন এর এই উদ্যোগ,যা সার্বিক ভাবে সফল। এই প্রয়াস অচিরেই সকলের নজর কেড়েছে। রবীন্দ্রনাথ আমাদের বাংলা ও বাঙালির গর্ব। শিল্পীরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তুুু তারাই পারেন আপামর সমাজকে আনন্দ দিতে.এই মহামারির বছর কে আমরা যেন রবি বছরে রূপান্তরিত করতে পারি,রবি গানের শক্তি নিয়ে আমরা যেন এই মহামারী পার করে যেতে পারি সেই চেষ্টাই করে চলেছে অমিত রে ক্রিয়েশন

আসুন দেখে নিই কবিতা ও গানের ভিডিও দুটি

আগুনের পরশমণি

#পঁচিশেবৈশাখ #Amit_Ray_Creation-এর #Official_facebook_page থেকে মুক্তি পেলো #এইসময়ের১৮জননজরকাড়াশিল্পীর একটি #সমবেতপ্রয়াস।

Posted by AMIT RAY Creation on Thursday, 7 May 2020

তবু রবীন্দ্রনাথ

তুমি প্রিয়তম

আজ #পঁচিশে_বৈশাখ #Amit_Ray_Creation_official_Facebook page থেকে মুক্তি পেলো #শুভদীপ_চক্রবর্তীর #রচনা ও #নির্দেশনায় #তুমি_প্রিয়তম। অংশগ্রহণে #রায়া_ভট্টাচার্য #মৌনিতা_চট্টোপাধ্যায় #অদিতি_গুপ্ত #মধুমিতা_বসু #ডালিয়া_চক্রবর্তী এবং #শুভদীপ_চক্রবর্তী। সবাই শুনবেন, দেখবেন। জানাবেন, কেমন লাগলো?

Posted by AMIT RAY Creation on Friday, 8 May 2020

তুমি প্রিয়তম

COPYRIGHT © 2020 SATKAHON

9 thoughts on “Satkahon Review – কবিপক্ষে online রবিশ্রদ্ধায় অমিত রে ক্রিয়েশন”

  1. AMIT RAY CREATION

    সাতকাহন-কে বিশেষ কৃতজ্ঞতা, এমন করে বাঙালি সংস্কৃতির পাশে থাকবার জন্য। এই অসময়েও তো আমরা জয়েরই স্বপ্ন দেখি…. বিশ্বাস করি “অশান্তি যে আঘাত করে, তাই তো বীণা বাজে”। আর আমাদের ধ্রুবতারা হয়ে থাকেন রবিঠাকুর।

  2. Beautiful work ,we are feeling proud for Amitraycreation and singer Dalia Chakraborty 🌹🌹🌹💐💐💐🙏

  3. Dalia Chakraborty

    কৃতজ্ঞতা ও শুভ কামনা জানাই সাতকাহন কে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *