Satkahon Review – ওলো সই | মুক্তি পেলো মনস্বিতার প্রথম মৌলিক বাংলা গান

Satkahon Review – ওলো সই
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের স্বর্ণপদকজয়ী ছাত্রী জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনস্বিতা ঠাকুর.
তবে রবি ঠাকুরের গান গাইতে ভালোবাসলেও অন্যান্য বিভিন্ন ধরণের গান পরিবেশনেও সাবলীল তিনি।
গানের পাশাপাশি হাসিখুশি প্রান চঞ্চল স্বভাব তাঁকে সকলের থেকে একটু আলাদা করে রেখেছে।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর কণ্ঠে একটি নতুন বাংলা মৌলিক গান ‘’ওলো সই”
সঙ্গীত গুরু শুভাশিস মুখোপাধ্যায়ের অনবদ্য সুর ও কথায় The Musiana collective থেকে প্রকাশিত হয়েছে তাঁর এই গান…
“ওলো সই তুই চল না নিয়ে ও ঘাটে আমায়… যেথা শ্যামের বাঁশি শুনতে পাওয়া যায়…”
প্রিয়তম শ্যামের সাথে দেখা করার জন্যে উতলা রাধার যে উচ্ছলতা বা আবেগ রচয়িতা ফুটিয়ে তুলতে চেয়েছেন তাঁর লেখায়, মনস্বিতার কণ্ঠের মাধুর্যে তা পরিপূর্ণতা পেয়েছে।
গুরু শুভাশিস মুখোপাধ্যায় মনে করেন খাম্বাজ রাগে এক প্রানোজ্জ্বলতা আছে যা মনস্বিতার চরিত্রের সাথে খুবই মানানসই তাই খাম্বাজ রাগেই এই গান তৈরি করা হয়েছে।
মনস্বিতা জানান তিনি নিজেও গান লেখেন, কবিতা লিখতে ভালবাসেন। তাঁর বেশ কিছু কাজ আমরা দেখতে চলেছি আগামী দিনে। বললেন,
“একের পর এক কাজের ভিড়ে নিজের কাজ গুলো চাপা পরে যায়, সময় দিয়ে উঠতে পারি না, তাড়াহুড়োর কারনেই এই গানটারও ভিডিও করা হয়ে ওঠেনি।
তবে অনেকে অনুরোধ করছেন, তাই আগামী দিনে এই গানের ভিডিও প্রকাশ করার ইচ্ছে আছে। এ ছাড়াও আমার বেশ কিছু কাজ আসছে যা ভিডিও রুপেই প্রকাশিত হবে।“
“ওলো সই” গানের প্রোগ্রামিং করেছেন দীপাঙ্কর ভাস্কর।
তবলা, বাঁশি,সেতার ও গিটার সঙ্গত করেছেন যথাক্রমে প্রবীর চট্টোপাধ্যায়,সৌম্যজ্যোতি ঘোষ,রাহুল চট্টোপাধ্যায়, এবং দীপাঞ্জন রায়।
গানের শব্দগ্রহন ও প্রক্ষেপনের কাজটি সম্পন্ন করেছেন সৌমেন পাল (Studio Ganbajna)
মনস্বিতার এই গান তাঁর কণ্ঠে নতুন ও ভিন্ন স্বাদের গান শোনার চাহিদা বহু গুন বাড়িয়ে দিলো।
আগামী দিনের অপেক্ষায় থাকল সাতকাহন ও সাতকাহনের পাঠকবৃন্দ।