Satkahon Review – ওম শান্তি, বিশ্বপ্রকৃতির উদ্দেশ্যে এক সঙ্গীতাঞ্জলী

Satkahon Review - ওম শান্তি
ওম শান্তি

Satkahon Review – ওম শান্তি

জাতি-ধর্ম নির্বিশেষে বিশ্ব প্রকৃতির উদ্দেশ্যে শান্তির প্রার্থনা জানিয়ে সরোদ বাদক ইন্দ্রায়ূধ মজুমদারের ভাবনা,রচনা ও সুরে মুক্তি পেল ‘ওম শান্তি’ ।
কত্থক সম্রাট পদ্মবিভূষণ পণ্ডিত বির্জু মহারাজজীর উপস্থিতিতে নৃত্য,গীত ও যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন ২৪ জন জনপ্রিয় শিল্পী।

পন্ডিতজী ৮২ বছর বয়স পেরিয়েছেন গত ফেব্রুয়ারি মাসে। কিন্তু অসুস্থ শরীরের প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে নৃত্যের প্রতি তাঁর ভালোবাসার, আবেগের খামতি হয়নি কোথাও।অসামান্য নৃত্যশৈলীই শুধু নয় তাঁর উপস্থিতিটাই অন্যান্য ২৪ জন প্রতিষ্ঠিত নবীন শিল্পীর কাছে এবং আমাদের কাছে অনেক বড় উপহার।

ওম শান্তি

ইন্দ্রায়ূধ মজুমদারের ভাবনা, রচনা ও সুরে ‘ওম শান্তি’

বিশ্বপ্রকৃতির উদ্দ্যেশে এক সংগীতাঞ্জলি

বর্তমান যে পরিস্থিতিতে আজ আমরা দাঁড়িয়ে তার জন্য কোথাও একটু হলেও আমরাই দায়ী। মহামারী হোক বা প্রাকৃতিক বিপর্যয়, দূষণ-হানাহানি-হিংসাই আমাদের অবক্ষয়ের কারণ। তাই অগ্নি,জল,বায়ু সর্বোপরি ধরিত্রী মায়ের থেকে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিয়ে এক শান্তির প্রার্থনা ফুটে উঠেছে ইন্দ্রায়ূধ রচিত ‘ওম শান্তি’ গানের কথায় ও সুরে।

এ প্রসঙ্গে ইন্দ্রায়ূধ বলেন “২০০৯ সালে আমি এই গানটি প্রথম তৈরি করি, কিন্তু বিভিন্ন ব্যস্ততায় গানটি নিয়ে আর ভাবা হয়নি। বর্তমান পরিস্থিতিই আমাকে গানটির প্রত্যেকটি শব্দ ও সুরের কথা মনে করিয়ে দেয়। তাই নতুনভাবে এটি নিয়ে কাজ করার কথা ভাবি। আমার পরম সৌভাগ্য যে পণ্ডিত বির্জু মহারাজজীর উপস্থিতি পেয়েছি এই গানে।

Satkahon Review - ওম শান্তি
ওম শান্তি

গানটিতে কণ্ঠসংগীতে রয়েছেন শাস্ত্রীয় সংগীত শিল্পী কুমার মার্দুর, দেবর্ষি ভট্টাচার্য, অরুণাশিষ রায়,তৃষা পাড়ুই,শতভিষা মুখোপাধ্যায়,ও সঙ্গবর্তি দাস।

Satkahon Review - ওম শান্তি
ওম শান্তি

যন্ত্রসংগীতে ইন্দ্রায়ূধ মজুমদার(সরোদ),অয়ন সেনগুপ্ত(সেতার),সুমন্ত মঞ্জুনাথ(ভায়োলিন),ষড়জ গোরখিন্ডি(বাঁশী),সম্বিত চট্টোপাধ্যায়(ড্রামস),রিদিম শ(ইলেকট্রিক গিটার),দেবজিৎ পতিতুন্ডি(তবলা),সায়ন গাঙ্গুলী(কিবোর্ড),দেবজিৎ মহলানবীশ(কন্ট্রা বেস)

Satkahon Review - ওম শান্তি
ওম শান্তি

নৃত্যে রয়েছেন বিশাল কৃষ্ণ(কত্থক),প্রতীক্ষা কাশী(কুচিপুড়ি),আরুশী মুদগল(ওড়িশি),পবিত্র ভাট(ভরতনাট্যম),রাগিনী মহারাজ(কত্থক),প্রীতিষা মহাপাত্র(ওড়িশি),সুদীপ ঘোষ(মণিপুরী),দীপ্তাংশু পাল(কথাকলি),গার্গী নিয়োগী(মোহিনীঅট্টম)

ভারতবর্ষের সাতটি ঘরানার নৃত্য এবং নয়টি ভিন্ন যন্ত্র সঙ্গীতের সমাহার ঘটেছে এই গানে।

শব্দ পরিকল্পনা ও শব্দ প্রক্ষেপণের কঠিন কাজটি সম্পন্ন করেছেন কোহিনুর মুখোপাধ্যায়।ভিডিও সম্পাদনা করেছেন তুর্য্য ঘোষ।

ইন্দ্রায়ূধ মজুমদার,অরিন্দম শীল ও Camellia Production Pvt. Ltd. এর প্রযোজনায় ভিডিওটি মুক্তি পেয়েছে ইউটিউব চ্যানেল Camelliafilms production থেকে।

Om Shanti | A National Prayer For Peace
Om Shanti | A National Prayer For Peace

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *