Satkahon Review – ঊর্মিলা – অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প

ঊর্মিলা- অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প- Satkahon.in

Satkahon Review – ঊর্মিলা

সম্প্রতি চিত্রকর প্রোডাকশন এর ব্যানারে মুক্তি পেয়েছে স্বল্প দৈর্ঘ্যের ছবি ঊর্মিলা। ইতিমধ্যেই AIFF (Abachetan International Short Film Festival) থেকে সেরা ছবি ২০২০ অ্যাওয়ার্ড পেয়েছে ছবিটি। মুল্যায়নে যাবার আগে আসুন দেখে নিই ছবিটি।

ঊর্মিলা- অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প- Satkahon.in

ছবির কাহিনী রচনা করেছেন চিরন্তন সেন। নারীজীবনকে কেন্দ্র করে অত্যন্ত বাস্তব এক ঘটনা তুলে ধরেন তিনি এই গল্পে।

আমাদের সমাজে এমন কিছু নারী রয়েছেন, যারা তাঁদের মনের ইচ্ছেকে বিসর্জন দিয়ে নানা কর্মে যুক্ত! অনিচ্ছার জীবন থেকে বেরিয়ে আসা হয়ত খুব সহজ নয়। কিন্তু তাঁরা কি তবে ভোরের স্বপ্ন দেখেন না? নিশ্চয়ই দেখেন,আজ সেই স্বপ্নই ঊর্মিলার কাহিনী জুড়ে।

Satkahon Review - ঊর্মিলা
ঊর্মিলা- অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প- Satkahon.in

নিষিদ্ধ পল্লীর একটি মেয়ে, তার কাল্পনিক জীবনে স্বপ্ন দেখে সুন্দর জীবনের…আর চার জন মেয়ের মতই সেও বাঁচতে চায় সুন্দর ভাবে।

কিন্তু স্বপ্ন ভাঙে তার সেই লাল কালো আঁধার ঘরেই, পালটায় না বাস্তবের চিত্রপট। ছবির চিত্রনাট্যটি লিখেছেন সমুদ্র সিনহা।

সমগ্র কাহিনীকে অসামান্য দক্ষতায় ফুটিয়ে তুলেছেন চিত্রপরিচালক স্বরুপ পাল এবং সহযোগী পরিচালক কুনাল কিশোর।

Satkahon Review - ঊর্মিলা
ঊর্মিলা- অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প- Satkahon.in

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK

@SATKAHONNEWS/

এবার আসি অভিনয় প্রসঙ্গে। দীর্ঘদিন ধরেই অভিনয় জগতে রয়েছেন শুভদীপ চক্রবর্তী। এই গৃহবন্দী অবস্থাতেও তিনি একাধিক ছবি উপহার দিয়েছেন আমাদের।

এই ছবিতে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তিনি, এবং এক চরিত্রের সাথে অন্য চরিত্রের যে পার্থক্য তা নিপুন ভাবে উপস্থাপন করেছেন অভিনয় দক্ষতায়।

একটি ভালো কাজ যেমন আরও একটি ভালো কাজের অপেক্ষা বয়ে আনে, তেমনি শুভদীপের থেকেও আমাদের আশা দিগুন বেড়ে গেলো।

ঊর্মিলা- অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প- Satkahon.in

ঊর্মিলা অর্থাৎ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীতা।

না চাওয়া জীবনের মাঝেই কোথাও যেন মনের মধ্যে বেড়ে ওঠে স্বপ্ন! সেই স্বপ্নের ঊর্মিলা এবং বাস্তবের উর্মিলার চরিত্রের ফারাকটি এবং নারী অন্তরের যে বেদনা, নির্ভীক অভিনয়ে পারদর্শিতা দেখিয়েছেন অভিনেত্রী।

এ ছাড়া অভিনয়ে অংশ নিয়েছেন সমুদ্র, অতিথি শিল্পী হলেও তাঁর অভিনয় প্রশংসনীয়।

Satkahon Review - ঊর্মিলা
ঊর্মিলা- অন্ধকারে থেকে আলোর স্বপ্ন দেখার গল্প- Satkahon.in

চিত্র গ্রহন করেছেন মনোজ পাত্র, ও সহ চিত্রগ্রাহক অঙ্কনা চক্রবর্তী। ভিডিও সম্পাদনা করেছেন বিশ্বরূপ।

সুস্মিতা কর্মকার এর কণ্ঠে শোনা যাবে “যদি তারে নাই চিনি গো” গান টি।

চিত্রকর প্রোডাকশন আগামী দিনে আমাদের আরও বাস্তব কাহিনী উপহার দিক। সামাজিক অন্ধকারময় দিনগুলোকে এভাবেই শিল্পের সাহাজ্যে খানিকটা হলেও মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলে হয়ত কোথাও কোন অন্ধকার ঘরে এমনই কোন ঊর্মিলার স্বপ্ন বাস্তবের মাটি স্পর্শ করবে।

Sneha das | Satkahon

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *