Satkahon Review -আমারে ছুঁইয়াছিলে,মুক্তি পেল ডালিয়া চক্রবর্তীর কন্ঠে

Satkahon Review -আমারে ছুঁইয়াছিলে
অমিত রে ক্রিয়েশনের প্রযোজনায় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডালিয়া চক্রবর্তীর কন্ঠে প্রকাশিত হলো নজরুল সঙ্গীত “আমারে ছুঁইয়াছিলে“।
‘সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে’ কাজী নজরুল ইসলামের এই সর্বজনবিদিত গানটি বহু শিল্পীর কন্ঠে শোনা গেলেও এটি প্রথম রেকর্ড হয় ১৯৪৪ সালে শ্রী সত্যেন ঘোষালের কন্ঠে।
গানটি প্রসঙ্গে নজরুলসম্রাজ্ঞী ফিরোজা বেগম একটি সাক্ষাৎকারে (Interview by S.m.Munna) বলেন, “কবি লিখেছিলেন ‘বাণী ও সুরের মালা দিয়ে’ কিন্তু রেকর্ডিং এর সময় তা পাল্টে করা হয় ‘সুরে ও বাণীর’। নজরুল তাঁর সঙ্গীতের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন শিল্পীদের।”
শিল্পী ডালিয়া চক্রবর্তীর সুমধুর কন্ঠে নতুন করে সেই গান আবার আমাদের নজরুলচর্চার উৎসাহ দিয়ে গেল। তাঁর দিদি ছিলেন শ্রী বিমান মুখোপাধ্যায়ের ছাত্রী। দিদির কাছ থেকেই তিনি নজরুলগীতি শেখার অনুপ্রেরনা পান।
পরবর্তীকালে ইন্দুপ্রকাশ বন্দ্যোপাধ্যায়,চঞ্চল বন্দ্যোপাধ্যায় ও সুকুমার মিত্রের কাছে সংগীতশিক্ষা গ্রহণ করেন ডালিয়া।
কাজী সাহেবের বিভিন্ন লেখায় সুরকার হিসেবে তাঁর প্রধান সহকারি চিত্ত রায়-এর নাম উঠে আসে।
‘সুরে ও বাণীর’ গানটি কাজী নজরুল ইসলাম ও তাঁর মিলিত সুরে সৃষ্টি, এমনটাই জানা যায়।
ডালিয়ার কন্ঠে সুরের আকাশ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত এই গানটির সংগীতায়োজন ও শব্দ প্রক্ষেপণ করেছেন সংগীত পরিচালক অনুপম দত্ত এবং কুণাল ঘোষ।
আশা করা যায় আগামী দিনে শিল্পীর কন্ঠে আমরা তাঁর নিজস্ব গানের পাশাপাশি আরো কিছু নজরুল সংগীত শুনতে পাবো।
COPYRIGHT © 2020 SATKAHON
Dalia chakraborty r moton Eto surela ekjon shilpi ke recognition Korar jonno kritoggota
ধন্যবাদ সাতকাহন , ধন্যবাদ সুরঞ্জনা❤