Satkahon Review – আগমনী ছন্দে | আগমনী গানে ও কত্থক নৃত্যে যুগলবন্দী প্রথমবার

Satkahon Review - আগমনী ছন্দে
Agomoni Chhonde | Suchitra Music

Satkahon Review – আগমনী ছন্দে

বাঙালীর উৎসব প্রিয় জাতি।

সারাবছরই বাংলা কোন না কোন উৎসব নিয়ে মেতে থাকে।

কিন্তু ২০২০ অন্যরকম। অভিশপ্ত এই বছর যেন শুরুই হয়েছে মৃত্যুর উৎসব দিয়ে। কিন্তু মানুষ হেরে যায়নি।

কারণ ঈশ্বরের কাছে সমর্পিত প্রান কখনোই সে বিনা যুদ্ধে অভিশাপের কাছে সঁপে দিতে পারে না।

সঙ্গীতে-নৃত্যে-কবিতায়-চিত্রে একদিকে সে ফুটিয়ে তুলেছে তার ভয়াবহ স্মৃতি অন্যদিকে দিয়েছে সাহসের বানী।

লক্ষ বেদনাতেও মানব কণ্ঠে ধ্বনিত হয়েছে মহামায়ার আগমন বার্তা।

Agomoni Chhonde

বিশিষ্ট সঙ্গীতশিল্পী তথা গীতিকার ও সুরকার অরুণাশীষ রায় ইতিমধ্যেই তাঁর একাধিক নির্মাণে বাংলা গজল গানকে নবরুপে শ্রোতার হৃদয়ে পৌঁছে দিয়েছেন।

শুধু গজলই নয় আধুনিক বাংলা গানেও তিনি সমান দক্ষতার পরিচয় রেখেছেন, তাই নতুন করে তাঁর বিস্তারিত পরিচয় দেবার প্রয়োজন পড়ে না।

সুচিত্রা মিউজিক থেকে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান “আগমনী ছন্দে”

দেবী দুর্গার আবির্ভাব অতি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই গানে তিনি তাঁর রচনা ও সুরে।

জাতি-ধর্ম নির্বিশেষে সাত সুর যেমন সকলের তেমনই বিশ্ব জননীর আগমনী তাঁর লেখায় “শিউলির আলাপে অলিদের আজান…”

LIKE FOLLOW AND SHARE : SATKAHON NEWS ON FACEBOOK
@SATKAHONNEWS/

Satkahon Review - আগমনী ছন্দে
Arunasish Roy [ Singer, Composer, Lyricist ]

আগমনীর এই গানে কত্থক নৃত্য পরিবেশন করেছেন অন্যতম বিশিষ্ট কত্থক নৃত্যশিল্পী ও ‘স্ট্রিংস অ্যান্ড স্টেপস’ এর সাধারণ সম্পাদিকা সঙ্গীতা মজুমদার।

কলকাতায় জন্ম হলেও বর্তমানে তিনি দিল্লী নিবাসী।

নৃত্য প্রশিক্ষন নিয়েছেন শ্রীরাম ভারতীয় কলাকেন্দ্র ও পণ্ডিত বিরজু মহারাজ প্রতিষ্ঠিত ‘কলাশ্রম আকাদেমি’ থেকে।

ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন দেশে একক নৃত্য পরিবেশন করে খ্যাতি অর্জন করেছেন I নৃত্যশিল্পী হিসেবে ভূষিত হয়েছেন একাধিক পুরস্কারে ও সম্মানে।

আগমনী ছন্দে গানটি তাঁর উজ্জ্বল উপস্থিতিতে তথা তাঁর নৃত্যে ও অভিনয় আঙ্গিকে সমৃদ্ধ হয়েছে।

সমস্ত দুঃখ ভুলে দেশের ও মানুষের শান্তির প্রার্থনায় সন্তানের আকুতি ফুটে উঠেছে মায়ের উদ্দেশ্যে।

Satkahon Review - আগমনী ছন্দে
Sangita Majumdar [ Katthak Dancer ]

গানে সেতার সঙ্গত করেছেন সুভাষ বোস, কত্থকের পড়ন বা বোল আবৃত্তি করেছেন নীল রঞ্জন মুখার্জী।

শব্দ গ্রহণ করেছেন তরুন দাস (Studio Violina)

দুই ভাগে গানের দৃশ্য গ্রহণ করা হয়েছে।

দৃশ্যগ্রহণ করেছেন দিভেশ এবং ডি.জে (দিল্লী), অভিষেক আগারয়াল এবং দেবাশিস দে (কলকাতা)।

দৃশ্য সম্পাদনা করেছেন নীল রঞ্জন মুখার্জী এবং দিভেশ সিং।

দৃশ্য পরিচালনা করেছেন অচিন-প্রীতম।

সাজসজ্জা পরিচালনা করেছেন অশ্বিনী ও মিনা।

পোশাক সজ্জা পরিচালনা করেছেন ইন্দ্রজিৎ, শীলা মজুমদার,ও সবিতা গুহ রায়।

ইতিমধ্যেই সহস্র শ্রোতার মন জয় করেছে “আগমনী ছন্দে” গানটি।

শুধু ভালো মানের কাজই পারে সঙ্গীতের যথার্থ মান বজায় রাখতে এমনটাই মনে করেন সুচিত্রা মিউজিকের কর্ণধার শঙ্কর হালদার।

আগামী দিনে এমন আরো নির্মাণ উপহার দিক সুচিত্রা মিউজিক এই আশা থাকবে।

সাতকাহনের পক্ষ থেকে রইল শুভকামনা।

COPYRIGHT © 2020 SATKAHON

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *